election and exit pollBreaking News Others Politics 

ত্রিপুরা সহ ৩ রাজ্যে ফলাফলের ইঙ্গিত

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : ২ মার্চ ত্রিপুরা মেঘালয় ও নাগাল্যান্ডের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতে চলেছে। সেই উত্তেজনার পারদ এখন থেকেই। বিজেপি ত্রিপুরা ও নাগাল্যান্ডে সরকার গঠনের ব্যাপারে অনেকটাই প্রত্যয়ী। অন্যদিকে ত্রিপুরায় বাম-কংগ্রেস জোটও সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী। আবার তিপ্রামোথাও ভালো ফলের প্রত্যাশায়। সব মিলিয়ে ভোট আবহে ত্রিপুরার মাটি সরগরম।

বিভিন্ন সংস্থার বুথফেরত সমীক্ষাগুলোকে সামনে রেখে তৈরি করা এই ফলাফলের একটি চিত্র।এক্সিট পোলের সেই ফল একনজর দেখে নেওয়া যাক, কী ইঙ্গিত দিয়ে চলেছে। ২০২৩-ত্রিপুরা বিধানসভা নির্বাচনের এক্সিট পোলের ফলাফল বলছে, ৬০ আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপি পেতে পারে ৩৬-৪৫ টি আসন। সিপিএম-কংগ্রেস জোট পেতে পারেন ৬ -১১ টি আসন। তিপ্রামোথা-র পাওয়ার সম্ভাবনা ৯ থেকে ১৬টি আসন। এক্ষেত্রে জয়ের জন্য প্রয়োজন ৩১ টি আসন।

অন্যদিকে মেঘালয় রাজ্যে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ২১থেকে ২৬ টি আসন পেতে পারে বলে এক্সিট পোলের ইঙ্গিত। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের ৮ থেকে ১৩টি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। পাশাপাশি বিজেপি ৬ থেকে ১১টি আসন পাওয়ার ইঙ্গিত দিচ্ছে এক্সিট পোলের ফলাফলে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ৩ থেকে ৬টি আসন পেতে পারে বলে এক্সিট পোলের পূর্বাভাস। ৬০ আসনের এই বিধানসভায় জয়ের জন্য প্রয়োজন ৩১ টি আসন।

আবার নাগাল্যান্ডের ৬০ আসন বিশিষ্ট বিধানসভায় এক্সিট পোলের পূর্বাভাস হল- বিজেপি ৩৫ থেকে ৪৩ টি আসনে জয়ী হতে পারে। এনপিএফ ২ থেকে ৫টি আসন পেতে পারে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ১ থেকে ৩ টি আসন পাওয়ার সম্ভাবনা। ন্যাশনাল পিপলস পার্টি এই রাজ্যে একটি আসনে জয়ী হতে পারে বলে জানিয়েছে এক্সিট পোল। তবে এই ফল একটি ইঙ্গিত মাত্র। এই চিত্র স্পষ্ট হবে ২ মার্চ ফলাফল প্রকাশের পরই। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment