mamata and state committeeBreaking News Others Politics 

নজরুল মঞ্চে তৃণমূলের রাজ্য কমিটি ঘোষণা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্য কমিটি ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নজরুল মঞ্চের অনুষ্ঠান থেকে দলের রাজ্য কমিটি ঘোষণা করা হল। আবারও মহাসচিব হলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছেন সুব্রত বক্সি। শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম,অভিষেক বন্দ্যোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়। সহ-সভাপতি হয়েছেন অমিত মিত্র।

রাজ্যের মহিলা সভাপতি হলেন চন্দ্রিমা ভট্টাচার্য। উত্তর কলকাতার দায়িত্বে সুদীপ বন্দোপাধ্যায়। রাজ্য কমিটির সহ-সভাপতি সৌগত রায়, ব্রাত্য বসু, দীপক অধিকারী(দেব),শতাব্দী রায়, আবদুল করিম, ডেরেক ও ব্রায়েন প্রমুখরা। সাধারণ সম্পাদক- ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার,শশী পাঁজা, প্রতিমা মণ্ডল, কৃষ্ণ কল্যাণী, রবি টুডু, তন্ময় ঘোষ ও অন্যান্যরা।

এছাড়া সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান হলেন রাজ চক্রবর্তী। অন্যদিকে মিডিয়া সেলের দায়িত্বে রয়েছেন কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্যরা। বেশ কয়েকটি জেলায় সভাপতির নাম ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিমো। বনগাঁ জেলার সভাপতি হলেন গোপাল শেঠ ও কৃষ্ণনগর উত্তরের সভাপতি হয়েছেন কল্লোল খান।

Related posts

Leave a Comment