পরিবর্তিত গ্রাম্যজীবন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গ্রামীণ জীবনের পরিবর্তন এসেছে। বদলে গিয়েছে অনেক কিছুই। সাবেক আমলের মাটির দেয়াল কমে এসেছে। সেই খড়ের ছাউনির চালা-ঘর নেই। চড়ুই পাখি আর তাদের বাসা দেখতে পাওয়া যায় না। চেনা গ্রামটি অচেনা হয়ে গিয়েছে। ফসলের ক্ষেত ও সবুজ বন কমতে শুরু করেছে। বন-জঙ্গল পরিষ্কার হয়ে গড়ে উঠেছে ইটের দেওয়াল। মাথা উঁচু করেছে বহু বাড়ি-ঘর। ফুটে উঠেছে পরিবর্তিত গ্রাম্যজীবনের অচেনা ছবি। নদী,রাস্তা,সেই স্কুল থাকলেও গ্রামীণ সভ্যতা পুরনো জৌলুস হারিয়ে ফেলেছে। গ্রাম্য সমাজ, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতিসহ পরিবেশ চিত্রায়িত হয়েছে নতুন রূপে। কালের নিয়মে আমূল বদল এসেছে।
আপনার নিজস্ব মতামত প্রত্যাশা করি।

