baji and festivalBreaking News Others 

“পরিবেশবান্ধব” বাজি : পরিবেশে প্রভাব

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বাজারে বাজি। আলোর উৎসবে বাজির রমরমা দেখা যাবে। বর্তমান সময়ে “পরিবেশবান্ধব” বাজি ব্যবহার করার প্রয়াস নেওয়া হয়েছে। পরিবেশ বিশেষজ্ঞরা সরব হয়ে ওঠেন এই সময়। পরিবেশ বান্ধব “সবুজ” বাজির খবর নিয়েও জল্পনা। বিষাক্ত ধোঁয়া, গ্যাস ও তীব্র আলো উৎপন্ন হওয়ার কারণে পরিবেশবিদরা সতর্ক ও সাবধান করে দিয়ে থাকেন। তবে কি বাজি বিমুখ হয়ে পড়েন সকলে? তা মোটেই না। পরিবেশের পক্ষে ক্ষতিকর সেকথা ভেবেই এই নিষেধ। বিষাক্ত কিছু মৌল রয়েছে যা পরিবেশ ও বাতাসের পক্ষে ক্ষতিকারক। কার্বনের নানা যৌগ রয়েছে তা বাজি জ্বালালে উৎপন্ন হয়ে থাকে। পরিবেশ বিশেষজ্ঞদের মত,সব বাজিতে বেরিয়াম,লিথিয়াম,অ্যালুমিনিয়াম সহ বেশ কয়েকটি ভারী মৌল থাকে,ফলে পরিবেশে প্রভাব পড়েই। বাজি যেমনই হোক তা পরিবেশের পক্ষে সব সময়ই ক্ষতিকারক। বাজি তৈরি বা পরীক্ষা করার মতো পরিকাঠামো এখনও গড়ে ওঠেনি রাজ্যে। অন্যদিকে গরম বা তাপমাত্রা বাড়তেই থাকছে। তার জেরে শ্বাসকষ্টজনিত রোগ ছাড়াও নানা রোগের উপদ্রব বেড়েই চলেছে। তবে ছোটদের আনন্দ বা বিনোদনের জন্য বাজির বিকল্প কিছু ভাবাটা দরকার। বাজির বিষয়ে প্রশাসনিক নির্দেশিকা জারি হলেও তা কঠোরভাবে বলবৎ করাটাও জরুরি হয়ে পড়েছে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment