প্রকৃতির রূপ বদল
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি :বসন্ত মানে ঋতু পরিবর্তনের সময়। ঋতু পরিবর্তন হলেই প্রকৃতির খামখেয়ালিপনার ছবিটা ধরা পড়ে। গ্রামীণ এলাকায় এই চিত্র আকছার দেখা যায়। প্রকৃতি তার রূপ বদল করে। তবে প্রকৃতির নিজস্ব একটা নিয়ম রয়েছে। প্রতি বছরই প্রকৃতির কিছু আচরণ লক্ষ্য করা যায়। বসন্ত জাগ্রত দুয়ারে। কখনও কখনও আকাশে মেঘের ঘনঘটা দেখা যায়। আবার বসন্তের আগমনে রোদের ঝলকানি। আকাশময় বৃষ্টির পূর্বাভাসও দেখা যায়। মেঘলা বসন্তের আড়ালে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক ঘূর্ণাবর্ত দায়ী থাকে । অনেক সময় মেঘলা আকাশ সরে গিয়ে বাতাসে শুষ্ক ভাব ফিরে আসে । মেঘ-মুক্ত হয় দিগন্ত প্রসারী আকাশ। (ছবি : সংগৃহীত)

