ফের বিপর্যয়ের সম্ভাবনা : “সিত্রাং”-এর পর “মান্দোস”
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: “সিত্রাং”-এর পর আবার ঘূর্ণিঝড়। নাম “মান্দোস”। ফের প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা। উপকূলে তাণ্ডব সৃষ্টি করার সম্ভাবনার কথা জানানো হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে,প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনার কথাও বলা হয়েছে। ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস ৷ আগামী মঙ্গল বা বুধবার নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে ৷
আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, উত্তর-পশ্চিম দিকে এই প্রভাব সরতে সরতে অন্ধ্রপ্রদেশের মছলিপট্টনমে আছড়ে পড়ার সম্ভাবনা। তার জেরে অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানায় প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা করা হচ্ছে ৷ দক্ষিণবঙ্গ মেঘযুক্ত থাকতে পারে। এই আবহে আগামী ১১-১২ নভেম্বর উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে ৷ (ছবি: সংগৃহীত)

