fog and north bengalOthers 

বাংলার আবহাওয়া সংবাদ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:পরিবর্তন ঘটছে আবহাওয়ার। ঘন কুয়াশার সর্তকতা বলবৎ রয়েছে। অতি ঘন কুয়াশার পূর্বাভাস আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতে কুয়াশা ও বৃষ্টির কথা বলা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনার বিষয়টিও বলা হয়।

এক্ষেত্রে বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা পূর্ব দিকে সরে এলে তুষারপাতের সম্ভাবনা বেড়ে যাবে। অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এছাড়া দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঘন কুয়াশার সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর। নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম সহ মুর্শিদাবাদে ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment