বাংলার বাজেট
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: রাজ্য বাজেট পেশ করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার থেকে ৫০০ নয়,লক্ষ্মীর ভান্ডারে সব মহিলারাই ১০০০ টাকা করে পাবেন ৷ বিধানসভায় রাজ্য বাজেট ঘোষণার পরই এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
রাজ্য বাজেটে উল্লেখ করা হয়েছে,লক্ষ্মীর ভান্ডারের বর্তমান নিয়ম অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সী যে কোনও মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ৷ এক্ষেত্রে সাধারণ শ্রেণির মহিলারা মাসিক ৫০০ টাকা ও এসটি বা ওবিসি সম্প্রদায়ভুক্তরা মাসিক ১০০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে,এবার থেকে সব সাধারণ বা তফশিলি জাতি এবং উপজাতির তালিকাভুক্ত মহিলারা প্রত্যেকেই মাসিক ১০০০ টাকা করে ভাতার সুবিধা পেতে পারবেন।
আজ রাজ্য বাজেট পেশ করে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ৬০ বছর বয়স হয়ে গেলেই লক্ষ্মীর ভান্ডারের বর্তমান উপভোক্তারা মাসিক ১০০০ টাকা করে বার্ধক্য ভাতা পাবেন ৷ কারণ ৬০ বছর হয়ে গেলে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাওয়া যায় না ৷ এছাড়া রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য আগামী ১ মার্চ থেকে অতিরিক্ত তিন শতাংশ ডিএ দেওয়া হবে বলেও জানানো হয়েছে ৷
বাজেটে ঘোষণা করা হয়েছে, বিধায়কদের তহবিলে ১০ লক্ষ টাকা বাড়ানো হয়েছে। উল্লেখ করা যায়,এতদিন পর্যন্ত এলাকার উন্নয়নের স্বার্থে ৬০ লক্ষ টাকা বরাদ্দ ছিল। এক্ষেত্রে ১০ লক্ষ টাকা বাড়িয়ে ৭০ লক্ষ করা হয়েছে । এলাকা উন্নয়নের স্বার্থেই এই তহবিলের বরাদ্দ বাড়ানো হয়েছে বলে বাজেটে জানানো হয়।
মার্চ মাস থেকে ৩ শতাংশ ডিএ লাগু করা হবে বলে ঘোষণা করেছেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী। (ছবি: সংগৃহীত)

