avishek and filmBreaking News Others 

বাংলা সিনেমায় শূন্যতা : প্রয়াত অভিষেক চট্টোপাধ‍্যায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রয়াত হলেন অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায়(৫৭) ৷ শোকস্তব্ধ টলিউড সিনেমা জগৎ। বাসভবনেই প্রয়াত হয়েছেন এই অভিনেতা ৷ তাঁর অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘পথভোলা’৷ বহু ছবিতে সুনামের সঙ্গে অভিনয় করেছেন তিনি।

‘মায়ার বাধন’, ‘জয় বাবা ভোলানাথ’ ও ‘ মায়ের আঁচল’-সহ একাধিক বাংলা সিনেমায় তাঁর অভিনয় প্রশংসা পেয়েছে ৷ উল্লেখ করা যায়, নব্বইয়ের দশকে একাধিক হিট বাংলা সিনেমায় অভিনয় করেছেন অভিষেক। ১৯৮৬ সালে তরুণ মজুমদারের ছবি ‘পথভোলা’ ছবি দিয়ে তাঁর অভিনয় জগতে পদার্পণ। অভিষেকের বিপরীতে বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাঁদের অভিনীত শ্রেষ্ঠ ছবি ‘দহন’ জাতীয় পুরস্কার পায়।

এছাড়া ‘প্রাণের চেয়েও প্রিয়’, ‘গীত সংগীত’, ‘তুফান’,‘সুজন সখী’, ‘অমর প্রেম’ সহ বিভিন্ন ছবিতে অভিনয় প্রতিভা তুলে ধরেছেন। ছোট পর্দার জগতেও তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। খড়কুটো ধারাবাহিকেও অসাধারণ অভিনয় করেছেন তিনি। ছোট পর্দার জগতেও তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয় মুখ ৷ তাঁর প্রয়াণে শোকের ছায়া বাংলা সিনেমা জগতে। বাংলা সিনেমায় শূন্যতা সৃষ্টি হল।

Related posts

Leave a Comment