বাজিমাত বিজেপির : কংগ্রেসের হাতে তেলেঙ্গানা
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : ৫ রাজ্যের বিধান সভার ফল প্রকাশ। উত্তর বিজেপির। মোদীময়। মরুরাজ্যেও
ফুটল পদ্ম। চব্বিশের সেমিফাইনালে যেন মোদী সুনামি। তাহলে লোকসভার ফাইনালে কি ঘটতে চলেছে, তা নিয়ে জোর চর্চা রাজনৈতিক বিশ্লেষকদের। মধ্যপ্রদেশ,রাজস্থান ও ছত্তীসগড়ে বিজেপি। তিন রাজ্যে ক্ষমতা দখলে সাফল্য গেরুয়া শিবিরের। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন,মোদী মন্ত্রেই এই বিপুল জয় তিন রাজ্যে। কেবল তেলেঙ্গানায় কংগ্রেসের সাফল্য। এই মুহূর্তে কংগ্রেসের নেতৃত্ব নিয়েই প্রশ্ন দেখা দিল ইন্ডিয়া জোটে। সামগ্রিক চিত্রটা একবার দেখে নেওয়া যাক।
মধ্যপ্রদেশ: মোট আসন-২৩০। ম্যাজিক ফিগার-১১৬। বিজেপি-১৬৩। কংগ্রেস-৬৬। অন্যান্য-১। বিজেপির প্রাপ্ত ভোট ৪৯.৯, কংগ্রেসের প্রাপ্ত ভোট ৪০.০। বিএসপি-র প্রাপ্ত ভোট ৪। অন্যান্য-৫.৭।
রাজস্থান:মোট আসন-২০০। ম্যাজিক ফিগার-১০০। ১৯৯টি আসনে ভোট গ্রহণ হয়েছে। বিজেপি-১১৫। কংগ্রেস-৭০। বিএসপি-২। অন্যান্য ১২। বিজেপির প্রাপ্ত ভোট ৪২.৪, কংগ্রেসের প্রাপ্ত ভোট ৩৯.৬। বিএসপি-র প্রাপ্ত ভোট ২। অন্যান্য-১৬।
ছত্তীসগড়:মোট আসন-৯০। ম্যাজিক ফিগার-৪৬। বিজেপি- ৫৪। কংগ্রেস-৩৫। বিএসপি-১। অন্যান্য -০। বিজেপির প্রাপ্ত ভোট ৪৬.২, কংগ্রেসের প্রাপ্ত ভোট ৪২.৭। বিএসপি-র প্রাপ্ত ভোট ৪। অন্যান্য-৭.১।
তেলেঙ্গানা:মোট আসন-১১৯। ম্যাজিক ফিগার ৬০।কংগ্রেস-৬৫। বিআরএস-৩৯। অন্যান্য -০। বিজেপি-৮।এআইএমআইএম-৭। অন্যান্য-০। বিজেপির প্রাপ্ত ভোট ১৫.৫, কংগ্রেসের প্রাপ্ত ভোট ৪০.২, বিআরএস প্রাপ্ত ভোট ৩৯। এআইএমআইএম প্রাপ্ত ভোট ১০.২। অন্যান্য ৪.৪।
ছত্তিশগড় রাজস্থান এবং তেলেঙ্গানার মতো উত্তর পূর্বের মিজোরাম রাজ্যেও পালাবদল ঘটল ৷ সেখানে মিজো ন্যাশনাল ফ্রন্ট বা এমএনএফ-কে সরিয়ে দিয়ে ক্ষমতায় জোরাম পিপলস মুভমেন্ট বা জেডপিএম ৷ পরাজিত মুখ্যমন্ত্রী। মিজোরামের দখলে জেডপিএম। ব্যর্থতা কংগ্রেসের।
দুটি আসন বিজেপির। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মতো এবার পরাজিত মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগা। আইজল পূর্ব-১ আসনে জেডপিএম প্রার্থী লালথানসাংগার কাছে ১৩৫ভোটে হারলেন। মিজোরামে পালাবদল হতে চলেছে তার পূর্বাভাস মিলেছিল ভোট গণনার শুরুতেই। এই বিধানসভার মোট আসন-৪০। ম্যাজিক ফিগার ২১। ২৬টি আসনে জয়ী হয়েছে জেডপিএম ৷ অন্যদিকে ক্ষমতাসীন এমএনএফ জয়ী হয়েছে ১১টি আসনে।
এই নির্বাচনে উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে জয়ের হ্যাটট্রিক গড়লেন রাজ্যবর্ধন রাঠোর। তিনি রাজস্থানের ঝাটওয়াড়া কেন্দ্র থেকে ৫০,১৬৭ ভোটে হারালেন কংগ্রেসের অভিষেক চৌধুরীকে। কংগ্রেসের হয়ে পরাজিত হলেন প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিন ও ডিসকাস থ্রোয়ার কৃষ্ণা পুনিয়া। (ছবি:সংগৃহীত)

