বিশ্বকাপে নতুন ইতিহাস আয়ারল্যান্ডের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বপ্ন শেষ ওয়েস্ট ইন্ডিজের। ক্যারিবীয়দের পরাজিত করল আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটে ১৪৬ রান আইরিশরা তুলে নিল ১৫ বল আর ৯ উইকেট হাতে রেখে। এই ফলাফলে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নিল দু-বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজরা।
অন্যদিকে সুপার-টুয়েলভে উঠল আয়ারল্যান্ড। দ্বিতীয়বার বিশ্বকাপের দ্বিতীয় পর্বে স্থান করল আয়ারল্যান্ড। হোবার্টে ৪৮ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস পল স্টার্লিং ও তাঁর সঙ্গী লরকান ৩৫ বলে ৪৭ রানে অপরাজিত থাকলেন। শুরু থেকেই মারমুখী হয়ে ব্যাট করেছেন দুই আইরিশ ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ডি বলবার্নি।

