austrelia vs nedarlandBreaking News Others Sports World 

বিশ্বকাপে নেদারল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের আসরে নেদারল্যান্ডকে ৩০৯ রানে হারাল অস্ট্রেলিয়া। ম্যাচ সেরা হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি ৪৪ বলে ১০৬ রান করেন। বিশ্বকাপে দ্রুততম শতরানও করলেন ৪০ বলে। ইতিপূর্বে এই রেকর্ড ছিল এডেন মার্করামের। তিনি ৪৯ বলে শতরান করেছিলেন। এছাড়া কেভিন ও,ব্রায়েন ৫০ বলে,গ্লেন ম্যাক্সওয়েল ৫১ বলে এবং এ বি ডিভিলিয়ার্স ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন। ম্যাচের ফলাফল: অস্ট্রেলিয়া ৩৯৯-৮ (৫০) ও নেদারল্যান্ডস ৯০ (২১)। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment