change time hs and mpBreaking News Education Others 

মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি বদল

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: চলতি বছর ২ ফেব্রুয়ারি শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা ৷ আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক ৷ বড় সিদ্ধান্ত ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ শিক্ষা সংসদ ৷ পরীক্ষার সময় এগিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ৷ ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সময়সূচি পরিবর্তন হল। বিজ্ঞপ্তি জারি করে এ কথা জানানো হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫ মিনিটে। মাধ্যমিক পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। এক্ষেত্রে সকাল ৮.৩০ টায় পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। শিক্ষক ও নন টিচিং স্টাফদের ৮ টায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।

পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচিতেও পরিবর্তন করা হয়েছে। পরীক্ষা শুরু হবে সকাল ৯.৪৫মিনিটে। শেষ হবে দুপুর ১টায়। ভিসুয়াল আর্ট, মিউজিক এন্ড হেলথ ফিজিক্যাল এডুকেশনের জন্য সময় থাকবে মাত্র ২-ঘন্টা। তার জন্য সময় থাকবে সকাল ৯.৪৫মিনিট থেকে ১১.৪৫ মিনিট পর্যন্ত মাত্র দু’ঘন্টার জন্য। সাংবাদিক বৈঠক করে উচ্চ শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় একথা জানিয়েছেন। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment