weightlifting and silverBreaking News Others Sports World 

মেক্সিকোয় বিশ্ব ভারোত্তোলনে রুপো ভারতের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মেক্সিকোয় বিশ্ব ভারোত্তোলনে প্রথমদিনে ভারত দুটি রুপো পেল। ৪০ কেজি বিভাগে মোট ১২৭ কেজি ওজন তুলে রুপো জয়ী হয়েছেন আকাঙ্ক্ষা কিশোর বৈভবহারে। অন্যদিকে পুরুষদের ৪৯ কেজি বিভাগে রুপো পেলেন বিজয় প্রজাপতি। ১৭৫ কেজি ওজন তুলেছেন তিনি। এই দুই পদক জয়ীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় ভারোত্তোলন সংস্থার প্রেসিডেন্ট সহদেব যাদব।

Related posts

Leave a Comment