meghalaya electionBreaking News Others Politics 

মেঘালয় বিধানসভার ভোট চলছে শান্তিতে

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : মেঘালয় বিধানসভা নির্বাচনে পাঁচমুখী লড়াই। ৬০ আসন বিশিষ্ট এই বিধানসভায় শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে কমিশনও সজাগ। সেখানে ভোট শান্তিতেই চলছে বলে খবর । একাধিক ভোট গ্রহণ কেন্দ্রে মহিলাদের দীর্ঘ লাইনও চোখে পড়ছে। শিলং,তুরা সহ সর্বত্রই শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে ৷

মেঘালয়ে পঞ্চমুখী ভোট যুদ্ধে সামিল ন্যাশানাল পিপলস পার্টি, বিজেপি, তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস ও ইউডি আইপি।
উল্লেখ করা যায়,মেঘালয়ে বিগত ৫ বছর ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও বিজেপি মিলে সরকার পরিচালনা করেছে। এবার নির্বাচনে পৃথক লড়াইয়ে সামিল দুই দল।

কনরাড সাংমার নেতৃত্বে এনপিপি লড়াই করছে ৫৭টি আসনে। এবার বিজেপি সব আসনে প্রার্থী দিয়েছে। অন্যদিকে ভিনসেন্ট পালার নেতৃত্বে কংগ্রেসও সব আসনেই প্রার্থী দিয়েছে। স্থানীয় ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিআই)৪৬টি আসনে লড়ছে । মুকুল সাংমার নেতৃত্বে এই প্রথম মেঘালয়ের বিধানসভা ভোটের লড়াইয়ে রয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস । ৫৬টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল ।

মেঘালয়ের নির্বাচনী আসরে ৩৬৯জন প্রার্থী রয়েছেন । যার মধ্যে ৩৬ জন মহিলা প্রার্থী । মেঘালয়ের নির্বাচন আধিকারিক সূত্রের খবর, প্রায় ২১ লক্ষ ভোটার ভোট প্রয়োগ করবেন
মেঘালয়ে । এখানে ৩৪১৯টি বুথের মধ্যে ৬৪০টি ” উত্তেজনাপ্রবণ”, ৩২৩টি বুথকে “ক্রিটিক্যাল” ও ৮৪টি বুথকে অতি উত্তেজনাপ্রবণ বলে চিহ্নিত করা হয়। মেঘালয়ে ১১৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment