ম্যাচ ফিনিশার ধোনি-টানা ৭ হার মুম্বইয়ের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:ধোনির চমক দেখা গেল। নাটকীয় ম্যাচে শেষ বলে মুম্বইকে হারাল চেন্নাই। ৩ উইকেটে জয়ী হল চেন্নাই সুপার কিংস। ম্যাচ সেরা হয়েছেন মুকেশ চৌধুরী। ১৩ বলে অপরাজিত ২৮ রান করলেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের ফলাফল: মুম্বই ইন্ডিয়ান্স ১৫৫-৭(২০), চেন্নাই সুপার কিংস ১৫৬-৭(২০)। শেষ তিন ওভারে চেন্নাইয়ের প্রয়োজন ছিল ৪২ রান। প্রিটোরিয়াস ও ধোনি ছিলেন উইকেটে।
শেষ ২ ওভারে প্রয়োজন ছিল ২৮ রান। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৭রান। প্রথম বলেই এলবিডব্লু হলেন প্রিটোরিয়াস। তিনি করেছেন২২ রান। তৃতীয় বলে ছক্কা মারলেন ধোনি। চতুর্থ বলে বাউন্ডারি মারলেন। শেষ বলে প্রয়োজন ছিল ৪ রানের। স্নায়ুর লড়াই বাড়তে থাকে। ধোনিকে আটকানো গেল না। প্রায় হারা ম্যাচ জিতিয়ে দিলেন মহেন্দ্র সিং ধোনি। একটানা ৭ ম্যাচ হারল মুম্বই।

