ranking and smritiBreaking News Others Sports 

রাঙ্কিংয়ে দু-নম্বরে স্মৃতি : তিনে দীপ্তি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাঙ্কিং তালিকায় ২ নম্বরে স্মৃতি মান্থনা। তিন নম্বরে রয়েছেন দীপ্তি শর্মা। ভারতীয় মহিলা ক্রিকেট দলের ওপেনার স্মৃতি এই তালিকার ওপরে উঠলেন। তাঁর রেটিং পয়েন্ট ৭৩১। ৬ নম্বরে রয়েছেন ভারতীয় ক্রিকেটার শেফালি বর্মা। এছাড়া বোলিং বিভাগে ৭নম্বরে রয়েছেন দীপ্তি। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিভাগে সাফল্যের জন্য রাঙ্কিং তালিকায় উত্তরণ ঘটল স্মৃতির।

Related posts

Leave a Comment