aswin amedabad testBreaking News Others Sports World 

রানের পাহাড়ে অস্ট্রেলিয়া : চাপ কাটানোর লড়াই ভারতের

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: খোয়াজা-গ্রিন জুটিতে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া। আহমেদাবাদ টেস্টে দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার থেকে ৪৪৪ রানে পিছিয়ে ছিল ভারতীয় দল। বিনা উইকেটে ৩৬ রান তোলে ভারত। টেস্টে আবারও ৫ উইকেট দখল করেছেন রবি চন্দন অশ্বিন। টেস্টে প্রথম শতরান করলেন গ্রিন। তিনি ১৭০ বলে ১১৪ রান করেছেন। ৪২২ বল খেলে ১৮০ রান করে আউট হয়েছেন খোয়াজা। ভারতের সামনে রান তুলে চাপ কাটানোর লড়াই। ম্যাচের ফলাফল-অস্ট্রেলিয়া ৪৮০(১৬৭.২) । ভারত ৩৬-০(১০) ।

(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment