dasun sanakaBreaking News Others Sports 

শ্রীলঙ্কা দলে দানুস শনাকাই অধিনায়ক

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : এশিয়া কাপ ফাইনালে চূড়ান্ত ব্যর্থ হয় শ্রীলঙ্কা ভারতের কাছে। মাত্র ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা দল। দানুস শনাকার অধিনায়কত্ব নিয়েই সমালোচনার ঝড় উঠে। এমনকী তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবিও ওঠে। এরপরও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দানুস শনাকাকেই অধিনায়ক বেছে নিল বিশ্বকাপের জন্য। বাদ পড়লেন ওয়েনিন্দু হাসারাঙ্গা। স্পিনার মহেশ থিকসানা বিশ্বকাপ দলে রয়েছেন।
(ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment