nabanna and widow womenBreaking News Others Politics 

সমস্ত বিধবাদের জন্যই এবার ভাতা

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি:সমস্ত বিধবাদের জন্যই এবার ভাতা প্রদান করবে রাজ্য সরকার। এতদিন পর্যন্ত বিধবা ভাতা একটি নির্দিষ্ট সংখ্যক মহিলাদের দেওয়া হয়েছে। এবার থেকে সেই নিয়ম তুলে দিচ্ছে রাজ্য । সরকারিভাবে জানা গিয়েছে, ভাতার জন্য আর অপেক্ষা করতে হবে না বিধবা মহিলাদের। আগামী ১ এপ্রিল থেকে দুয়ারে সরকার ক্যাম্পে এই আবেদন নেওয়া হবে । উল্লেখ করা যায়, জেলায় জেলায় নির্দিষ্ট সংখ্যক মহিলারা এই সুবিধা পেতে পারবেন । সমস্ত বিধবাদের জন্যই ভাতা প্রদান করতে চলেছে রাজ্য সরকার।

আগামী ১ এপ্রিল থেকে এবারের দুয়ারের সরকার ক্যাম্পে মোট ৩৩ টি প্রকল্পের সুবিধা পরিষেবা প্রদান করা হবে উপভোক্তাদের। সরকারীভাবে জানা গিয়েছে,এবার মোট ৪টি নতুন প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্পে সংযোজন করা হয়েছে। যার মধ্যে রয়েছে বিধবা ভাতা, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, মেধাশ্রী ও কৃষি যোজনা। রাজ্য সরকারের নতুন প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ড।

এই প্রকল্পের মাধ্যমে যে কোনও বেকার যুবক-যুবতী ছোট মাঝারি ব্যবসার জন্য সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে বলেও জানানো হয়েছে। মেধারশ্রী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য স্কলারশিপ দেওয়া হচ্ছে । রাজ্য সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হবে।আবার কৃষকদের জন্য কৃষি যন্ত্রপাতি প্রদান করা হবে কৃষি সেচাই যোজনার মাধ্যমে।

Related posts

Leave a Comment