japan and spainBreaking News Others Sports 

স্পেনকে হারাল জাপানের দুরন্ত ফুটবল

আমার বাংলা নিজস্ব প্রতিনিধি : জাপানের দুরন্ত ফুটবল। ফুটবল বিশ্বকাপে জাপানী চমক। কাতার বিশ্বকাপেও জার্মানি স্পেনকে পরাজিত করেছিল।এবার মহিলাদের বিশ্বকাপেও জাপান প্রমাণ করল এশিয়ার সেরা দল হিসেবে। গ্রুপ সি-তে ২টি ম্যাচ জয়ী হয় জাপান। ওয়েলিংটন স্টেডিয়ামে জাপানের মেয়েরা হারাল স্পেনকে। ম্যাচের প্রথম হাফেই তিন গোল করল জাপানীরা। জাপানীদের ট্যাকটিসের কাছে হারল স্পেন। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে থেকে শেষ ১৬-তে চলে গেল তারা। স্পেন কোয়ালিফাই করেছে দু’নম্বর হিসেবে। মহিলা ফুটবলে প্রথমবার স্পেনকে হারাল জাপান। এরপর জাপান খেলবে নরওয়ের বিরুদ্ধে। (ছবি:সংগৃহীত)

Related posts

Leave a Comment