bagdha and east midnapurBreaking News Others 

“স্বর্ণ মৎস্য যোজনা”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মাছ চাষের জন্য গুরুত্বপূর্ণ জেলা পুর্ব মেদিনীপুর। এবার ওই জেলায় “স্বর্ণ মৎস্য যোজনা” চালু করছে রাজ্য। বাগদা-পার্সে সহ নানা ধরনের মাছ চাষে বিশেষ গুরুত্ব দিতে চলেছে রাজ্য মৎস্য দফতর। মাছ চাষের জন্য পুর্ব মেদিনীপুর জেলায় ‘স্বর্ণ মৎস্য যোজনা’-র মাধ্যমে নানা ধরনের মাছ চাষে গুরুত্ব দিতে চলেছে মৎস্য দফতর।

স্থানীয় সূত্রের খবর, হলদিয়া-সহ জেলা জুড়েই ছোটো-বড় অনেক ঝিল ও পুকুর রয়েছে। এবার এই সব জলাশয়গুলিতে মাছ চাষ শুরু হবে। বাগদা-পার্শে সহ বিভিন্ন মাছ বাঙালির খুবই প্রিয়। পাশাপাশি এইসব মাছ চাষ করে মৎস্যজীবীরা আর্থিকভাবে উপকৃত হয়ে থাকেন। উল্লেখ করা যায়, পূর্ব মেদিনীপুর-সহ প্রায় সমগ্র রাজ্যে বাগদা চিংড়ির স্থান দখল করে নিয়েছে অন্য জাতের চিংড়ি মাছ। এই পরিস্থিতির বদল আনার জন্য বাগদা চিংড়ি চাষ বৃদ্ধিতে প্রচেষ্টা নিতে চলেছে রাজ্য মৎস্য দফতর। (ছবি: সংগৃহীত)

Related posts

Leave a Comment