alisa hiliBreaking News Others Sports 

হিলির ব্যাটে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: আলিসা হিলির ব্যাটে সপ্তম বিশ্বকাপ অস্ট্রেলিয়ার। মিচেল স্ট্রাক পত্নীর বিশ্বরেকর্ড। ইংল্যান্ডকে পরাজিত করে মহিলাদের বিশ্বকাপ পেল অস্ট্রেলিয়া। ১৩৮ বলে ১৭০ রান করেছেন হিলি। ব্রিটিশ মহিলা ক্রিকেট দলকে ৭১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপ সেমিফাইনাল ও ফাইনালে শতরানকারী প্রথম ব্যাটসম্যান হলেন হিলি। তিনি ২৬ টি চার মেরেছেন। পাশাপাশি আলিসা বিশ্বকাপের ফাইনালে ১৫০ রান করা প্রথম মহিলা ক্রিকেটারও হলেন ৷ রেচেল হেন্সের সঙ্গে রেকর্ড পার্টনারশপ করেন হিলি৷ এই জুটি প্রথম উইকেটে ১৬০ রানের পার্টনারশিপ গড়েন। মহিলা বিশ্বকাপের ফাইনালে শতরান করা হিলি হলেন দ্বিতীয় অস্ট্রেলিয়ার ক্রিকেটার ৷ এর আগে অস্ট্রেলিয়ার রোল্টন শতরান করেছিলেন ৷

Related posts

Leave a Comment