SI WB POLICEOthers 

১০৮৮ পুরুষ ও মহিলা সাব ইনস্পেক্টর নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সাব-ইনস্পেক্টর/ লেডি সাব-ইনস্পেক্টর (আনআর্মড ব্রাঞ্চ) (ইউবি) এবং সাব-ইনস্পেক্টর (আর্মড ব্রাঞ্চ) (এবি) পদে ১০৮৮ জনকে নিচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে। ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারবেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে কোনও ইউনিটে কাজ করতে হতে পারে। প্রয়োজনে বদলি হতে পারে কলকাতা পুলিশে। মহিলারা কেবল লেডি সাব-ইনস্পেক্টর (ইউবি) পদে আবেদন করতে পারবেন।

শূন্যপদ: সাব-ইনস্পেক্টর/ লেডি সাব-ইনস্পেক্টর (আনআর্মড ব্রাঞ্চ) — মোট শূন্যপদ ৯০৩টি (অসং ৪৯৫, তফশিলি জাতি ১৯৯, তফশিলি উপজাতি ৫৪, ওবিসি-এ ৯১, ওবিসি-বি ৬৪) এবং সাব-ইনস্পেক্টর (আর্মড ব্রাঞ্চ) — মোট শূন্যপদ ১৮৫টি (অসং ১০১, তফশিলি জাতি ৪১, তফশিলি উপজাতি ১১, ওবিসি-এ ১৯, ওবিসি-বি ১৩)।

যে কোনও শাখার ব্যাচেলর ডিগ্রিধারী ও বাংলা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে। যদিও দার্জিলিং সাব ডিভিশন এবং কালিম্পং জেলার স্থায়ীবাসিন্দাদের ক্ষেত্রে বাংলার বিষয়টি প্রযোজ্য নয়। ১-১-২০২১ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। বয়সের উর্ধ্বসীমায় পশ্চিমবঙ্গের তফশিলিরা ৫, ওবিসিরা ৩ বছর বয়সের ছাড় পাবেন। ওয়েস্ট বেঙ্গল পুলিশের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের উর্ধ্বসীমা ৩৫ বছর। ৩৫ বছর উর্ধ্বসীমার পরেও ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের মধ্যে তফশিলিরা ও ওবিসিরা অতিরিক্ত বয়সের ছাড় পাবেন। উপরোক্ত পদের জন্য যাঁরা ইতিমধ্যে পিএসসি এবং/ অথবা ডব্লুবিপিআরবি আয়োজিত কম্পিটিটিভ পরীক্ষায় ৩ বসেছেন তাঁরা আবেদনের যোগ্য নন। মাইনে ৩২,১০০ – ৮২,৯০০ টাকা।

সাব-ইনস্পেক্টর (ইউবি) পদের প্রার্থীদের উচ্চতা অন্তত ১৬৭ সেমি, ওজন অন্তত ৫৬ কেজি, বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৯ ও ৮৪ সেমি হতে হবে। এই পদের গোর্খা/ গাড়োয়ালি/ রাজবংশি/ তফশিলি উপজাতি প্রার্থীদের উচ্চতা অন্তত ১৬০ সেমি, ওজন অন্তত ৫২ কেজি, বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৭৬ ও ৮১ সেমি হতে হবে।

সাব-ইনস্পেক্টর (এবি) পদের প্রার্থীদের উচ্চতা অন্তত ১৭৩ সেমি, ওজন অন্তত ৬০ কেজি, বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮৬ ও ৯১ সেমি হতে হবে। এই পদের গোর্খা/ গাড়োয়ালি/ রাজবংশি/ তফশিলি উপজাতি প্রার্থীদের উচ্চতা অন্তত ১৬৩ সেমি, ওজন অন্তত ৫৪ কেজি, বুকের ছাতি না-ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১ ও ৮৬ সেমি হতে হবে।

লেডি সাব-ইনস্পেক্টর (ইউবি) পদের প্রার্থীদের উচ্চতা অন্তত ১৬০ সেমি এবং ওজন অন্তত ৪৮ কেজি হতে হবে। এই পদের গোর্খা/ গাড়োয়ালি/ রাজবংশি/ তফশিলি উপজাতি প্রার্থীদের উচ্চতা অন্তত ১৫৫ সেমি এবং ওজন অন্তত ৪৫ কেজি হতে হবে।

নিয়োগের জন্য প্রার্থীবাছাই হবে ২০০ নম্বরের (কোয়ালিফাইং নেচারের) প্রিলিমিনারি লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক পরীক্ষা এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা ও তারপর ২০০ নম্বরের (২টি পেপারে) ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন ও তারপর ৩০ নম্বরের পার্সোনালিটি টেস্টের মাধ্যমে।

অ্যাপ্লিকেশন ফি এবং/ অথবা প্রসেসিং ফি বাবদ দিতে হবে ২৭০ (অ্যাপ্লিকেশন ফি ২৫০, প্রসেসিং ফি ২০) টাকা। সঙ্গে দিতে হবে জিএসটি, সব মিলিয়ে মোট ২৯৩ টাকা। পশ্চিমবঙ্গের তফশিলি প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না। প্রসেসিং ফি। অনলাইনে ফি জমা দেবেন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে, যে কোনও ব্যাঙ্কের ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং ব্যবহার করে। কিংবা বিভিন্ন ই-ওয়ালেট এবং ভারত কিউআর এবং ইউপিআই অ্যাপের মাধ্যমে। চালানের মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি।

দরখাস্ত অনলাইনে wbpolice.gov.in ওয়েবসাইটের মাধ্যমে বা আফলাইনে, সাবমিট করবেন ২০ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে। ডাকে পাঠানো দরখাস্তও পৌঁছনো চাই ২০ ফেব্রুয়ারি, বিকেল ৫টার মধ্যে। আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে। শর্ট নোটিফিকেশন নং WBPRB/NOTICE – 2021/3 (SI/LSI – 20). অফিসিয়াল ওয়েবসাইট http://wbpolice.gov.in/

শর্ট নোটিফিকেশন ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অনলাইন পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

অফলাইন পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment