India-us nuclear agreementOthers World 

ভারত-মার্কিন পরমাণু চুক্তির ১০ বছর পূর্তিতে যৌথ বিবৃতি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে আমেরিকার সাথে ভারতের চুক্তির ১০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশ একটি যৌথ বিবৃতি জারি করেছে। সূত্রের খবর, চুক্তিটি আরও দশ বছরের জন্য হবে বলেও উল্লেখ করা হয়েছে। ওই বিবৃতিতে ২০১০ সালে পারমাণবিক শক্তি অংশীদারিত্বের জন্য ‘গ্লোবাল সেন্টার ফর নিউক্লিয়ার এনার্জি পার্টনারশিপ’ স্থাপনে ভারতের প্রতিশ্রুতি স্বীকার করা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল- পারমাণবিক শক্তি নিরাপদে ও সুরক্ষিতভাবে বিশ্বব্যাপী মানব কল্যাণে সহযোগিতার মাধ্যমে ব্যবহার করা। ২০১০ সালে নয়াদিল্লি চুক্তিটি স্বাক্ষর করে।

Related posts

Leave a Comment