গ্যাস টার্বাইন রিসার্চে ১৫০ ট্রেনি অ্যাপ্রেন্টিস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও আইটিআই অ্যাপ্রেন্টিস হিসেবে ১৫০ জনকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দিচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের অধীনস্থ গ্যাস টার্বাইন রিসার্চ এস্টাব্লিশমেন্টে। এটি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে একটি সংস্থা। ট্রেনিং হবে অ্যাপ্রেন্টিসেস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী মেকানিক্যাল/ প্রোডাকশন, অ্যারোনটিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ডিসিপ্লিনে।
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ট্রেনি: মোট আসন সংখ্যা ৮০টি। এর মধ্যে থেকে মেকানিক্যাল/ প্রোডাকশন/ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং: আসন সংখ্যা ৩০টি। অ্যারোনটিক্যাল/ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং: আসন সংখ্যা ১৫টি। ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ টেলিকম ইঞ্জিনিয়ারিং: আসন সংখ্যা ১২টি। কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি: আসন সংখ্যা ১৮টি। মেটালার্জি/ মেটিরিয়াল সায়েন্স: আসন সংখ্যা ৪টি। সিভিল ইঞ্জিনিয়ারিং ও সমতুল: আসন সংখ্যা ১টি।
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৫-১-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এই ট্রেডগুলির ক্ষেত্রে স্টাইপেন্ড মাসে ৯,০০০ টাকা।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ট্রেনি: মোট আসন সংখ্যা ৩০টি। এরমধ্যে থেকে মেকানিক্যাল/ প্রোডাকশন/ টুল এন্ড ডাই ডিজাইন: আসন সংখ্যা ১৫টি। ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন: আসন সংখ্যা ১০টি। কম্পিউটার সায়েন্স/ ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার নেটওয়ার্কিং: আসন সংখ্যা ৫টি।
সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখার ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৫-১-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এই ট্রেডগুলির ক্ষেত্রে স্টাইপেন্ড মাসে ৮,০০০ টাকা।
আইটিআই অ্যাপ্রেন্টিস ট্রেনি: মোট আসন সংখ্যা ৪০টি। এরমধ্যে থেকে মেশিনিস্ট: আসন সংখ্যা ৫টি, ফিটার: আসন সংখ্যা ৮টি, টার্নার: আসন সংখ্যা ৫টি, ইলেক্ট্রিশিয়ান: আসন সংখ্যা ৪টি, ওয়েল্ডার: আসন সংখ্যা ২টি, শিট মেটাল ওয়ার্কার: আসন সংখ্যা ২টি, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা): আসন সংখ্যা ১২টি, হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট: আসন সংখ্যা ২টি।
মাধ্যমিক পাশ প্রার্থীরা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ২ বছরের ভোকেশনাল কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারেন। যাঁরা স্যান্ডুইচ কোর্সের মাধ্যমে এই কোর্স করছেন তাঁরাও আবেদনের যোগ্য। বয়স হতে হবে ৫-১-২০২১ তারিখের হিসেবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। এই ট্রেডগুলির ক্ষেত্রে স্টাইপেন্ড মাসে ৭,০০০ টাকা।
সবক্ষেত্রেই তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন। গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে যাঁরা ২০৮/২০১৯/২০২০ সালে পাশ করেছেন কেবলমাত্র তাঁরাই আবেদন করতে পারেন। এছাড়া যাঁরা এই ধরনের ট্রেনিং নিচ্ছেন বা নিয়েছেন বা যাঁদের সংশ্লিষ্ট ট্রেড ১ বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা আছে, তাঁরা আবেদন করবেন না।
প্রার্থীবাছাই হলে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। এরপর হবে ডাক্তারি পরীক্ষা। বাছাই প্রার্থীদের প্রথম নামের তালিকে প্রকাশিত হবে ১২ ফেব্রুয়ারি। ট্রেনি হিসেবে প্রার্থীদের বাছাই করা হবে ২১ ফেব্রুয়ারি। নথিপত্র যাচাই করা হবে ২৪ ফেব্রুয়ারি থেকে। চূড়ান্ত নামের তালিকা প্রকাশিত হবে ১ মার্চ এবং ট্রেনিং শুরু হবে ১ এপ্রিল থেকে। নথিপত্র যাচাইয়ের সময় সই করা আবেদনপত্র সহ যাবতীয় প্রমাণপত্রের মূলগুলি।
অনলাইন আবেদন করতে বসার আগে গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসদের www.mhrdnats.gov.in ওয়েবসাইটের মাধ্যমে এবং আইটিআই অ্যাপ্রেন্টিসদের www.apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে নাম এনরোল করতে হবে। তখন পাবেন এনরোলমেন্ট নম্বর। এটি অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রয়োজন হবে।
আবেদন করতে হবে অনলাইনে https://rac.gov.in বা https://drdo.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৯ জানুয়ারির মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে মাধ্যমিকের মার্কশিট, ডিগ্রি/ ডিপ্লোমা/ আইটিআই মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট, কোনও সচিত্র পরিচয়পত্র, ২ কপি পাসপোর্ট মাপের ছবি স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। এবার সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: GTRE/HRD/026 &027. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

