উনিশ শতকের সমাজ সংস্কারক
আমার বাংলা নিজস্ব প্রতিনিধি: উনিশ শতকের সমাজ সংস্কারক ছিলেন কালীপ্রসন্ন সিংহ। ১৮৪১ সালের ২৩ ফেব্রুয়ারি তাঁর জন্ম। কালজয়ী সাহিত্যিক হিসাবেও তিনি পরিচিত ছিলেন। পাশাপাশি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুগামীও ছিলেন। বিধবা বিবাহের একজন সমর্থক ছিলেন। বঙ্গভাষার অনুশীলনের জন্য তৈরি করেছিলেন “ডিবেটিং ক্লাব”।
গড়ে তুলেছিলেন বিদ্যোৎসাহিনী সভা। নীলকরদের অত্যাচারের বিরোধিতা করেছিলেন তিনি। তাঁর লেখা বইগুলির মধ্যে “হুতোম প্যাঁচার নক্সা” জনপ্রিয় আজও। মহাভারতের বাংলা অনুবাদ তাঁর অমর কীর্তি। তাঁর জন্মদিবসে প্রণাম ও শ্রদ্ধা।

