সুপ্রিমকোর্টে ৩০ কোর্ট অ্যাসিস্ট্যান্ট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কোর্ট অ্যাসিস্ট্যান্ট (জুনিয়র ট্রান্সলেটর) পদে ৩০ জনকে নিচ্ছে ভারতীয় সুপ্রিমকোর্টে। ইংরিজি থেকে মোট ১৪টি দেশীয় ভাষায় ট্রান্সলেট করার জন্য ওই পদে নিয়োগ হবে।
কোর্ট অ্যাসিস্ট্যান্ট (জুনিয়র ট্রান্সলেটর): মোট শূন্যপদ ৩০টি। এরমধ্যে থেকে – হিন্দির জন্য : ৫টি, অসমিয়ার জন্য: ২টি, বাংলার জন্য: ২টি, তেলুগুর জন্য: ২টি, গুজরাটির জন্য: ২টি, উর্দুর জন্য: ২টি, মারাঠির জন্য: ২টি, তামিলের জন্য: ২টি, কান্নাডের জন্য: ২টি, মালায়ালমের জন্য: ২টি, মণিপুরীর জন্য: ২টি, ওড়িয়ার জন্য: ২টি, পাঞ্জাবির জন্য: ২টি এবং নেপালির জন্য: ১টি।
ব্যাচেলর ডিগ্রিধারীরা ইংলিশ ও সংশ্লিষ্ট ভাষা একটি বিষয় হিসেবে পরে থাকলে আবেদন করে পারেন। সঙ্গে সংশ্লিষ্ট ভাষা থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে সংশ্লিষ্ট ভাষায় ট্রান্সলেশনের সার্টিফিকেট/ ডিপ্লোমা কোর্স পাশ অথবা সংশ্লিষ্ট থেকে ইংলিশ এবং ইংলিশ থেকে সংশ্লিষ্ট ভাষায় ট্রান্সলেশনের কাজে ২ বছরের অভিজ্ঞতা অর্জন করে থাকতে হবে। কম্পিউটারে সংশ্লিষ্ট ভাষা এবং ইংলিশে ওয়ার্ড প্রসেসিংয়ের কাজে দক্ষ হতে হবে।
১-১-২০২১তারিখের হিসেবে বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তফশিলির ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে ৪৪,৯০০ টাকা।
প্রার্থীবাছাই হবে লিখিত পরীক্ষা, কম্পিউটারে টাইপিং টেস্ট, মৌখিক, নথিপত্র যাচাই ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষায় থাকবে ৩০ নম্বরের জেনারেল ইংলিশ ও জেনারেল নলেজ, ৬০ নম্বরের ইংলিশ থেকে সংশ্লিষ্ট ভাষায় ট্রান্সলেশন এবং ৬০ নম্বরের সংশ্লিষ্ট ভাষা থেকে ইংলিশে ট্রান্সলেশন। এরপর হবে ২০ নম্বরের টাইপিং টেস্ট। এতে থাকবে ইংলিশে মিনিটে ৩৫টি শব্দের গতিতে এবং সংশ্লিষ্ট ভাষায় মিনিটে ২৫টি শব্দের গতিতে টাইপিং টেস্ট। সবশেষে থাকবে ৩০ নম্বরের মৌখিক।
আবেদন করবেন অনলাইনে www.sci.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৩ মার্চের মধ্যে। অনলাইন আবেদনের সময় নিজের পাসপোর্ট মাপের ছবি (৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (৫০ কেবি সাইজের মধ্যে) -এর স্ক্যান আপলোড করতে হবে। প্রথম রেজিস্ট্রেশন করলে পাবেন আইডি ও পাসওয়ার্ড। যত্ন করে লিখে রাখবেন। আবেদনের ফি ৫০০ (তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী হলে ২৫০) টাকা। অনলাইনে ফি দেবেন ইউকো ব্যাঙ্কের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে রাখবেন। পরে প্রয়োজন হবে। আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে। বিজ্ঞপ্তি নং F.6/2021-SCA (RC).
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

