DRDOOthers 

প্রতিরক্ষা গবেষণায় ৩১১ ইঞ্জিনিয়ার ও সাইকোলজিস্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সায়েন্টিস্ট-বি পদে ৩১১ জনকে নিচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে। এটি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। ৩টি পার্টে নিয়োগ হবে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইলেক্ট্রিক্যাল, ফিজিক্স, কেমিস্ট্রি সহ বিভিন্ন ডিসিপ্লিন ও বিষয়ে। যে কোনও ভারতীয় নাগরিক নিচের মতো যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন। প্রার্থীকে গেট/ নেট পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে।

পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তি এবং পরবর্তীতে প্রকাশিত সংশোধনী ও সংযোজনী বিজ্ঞপ্তি অনুসারে বর্তমান মোট শূন্যপদ বেড়ে হয়েছে ৩১১টি। সেই অনুযায়ী শূন্যপদের বিস্তার নীচে দেওয়া হল।

পার্ট-ওয়ান: (১) ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং: মোট শূন্যপদ ৮১টি (অসং ৩২, আর্থিকভাবে দুর্বল ৯, ওবিসি ২২, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬)। নিচে বলা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রথম শ্রেণির বি ই/ বি টেক ডিগ্রিধারী আবেদন করতে পারেন। বিষয়গুলি হল— ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলি-কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিমেটিক্স ইঞ্জিনিয়ারিং/ ইন্ডাস্ট্রিয়াল ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ কমিউনিকেশন সহ ইলেক্ট্রিক্যাল/ রেডিও ফিজিক্স অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি/ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স)। সঙ্গে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (EC) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে অথবা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) থেকে মোট অন্তত ৮০ শতাংশ নম্বর নিয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে।

(২) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং: মোট শূন্যপদ ৮২টি (অসং ৩২, আর্থিকভাবে দুর্বল ৮, ওবিসি ২২, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৭)। নিচে বলা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রথম শ্রেণির বি ই/ বি টেক ডিগ্রিধারী আবেদন করতে পারেন। বিষয়গুলি হল— মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। সঙ্গে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (ME) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে অথবা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) থেকে মোট অন্তত ৮০ শতাংশ নম্বর নিয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে।

(৩) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং: মোট শূন্যপদ ৬০টি (অসং ২৭, আর্থিকভাবে দুর্বল ৫, ওবিসি ১৬, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪)। নিচে বলা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রথম শ্রেণির বি ই/ বি টেক ডিগ্রিধারী আবেদন করতে পারেন। বিষয়গুলি হল— কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি/ ইনফর্মেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স বা টেকনোলজি অ্যান্ড ইনফর্মেটিক্স ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি/ ইনফর্মেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি/ কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার নেটওয়ার্কিং। সঙ্গে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফর্মেশন টেকনোলজি (CS) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে অথবা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি) থেকে মোট অন্তত ৮০ শতাংশ নম্বর নিয়ে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকতে হবে।

পার্ট-টু: (৪) ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং: মোট শূন্যপদ ১২টি (অসং ৪, আর্থিকভাবে দু্র্বল ২, ওবিসি ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)। নিচে বলা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রথম শ্রেণির বি ই/ বি টেক ডিগ্রিধারী আবেদন করতে পারেন। বিষয়গুলি হল— ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ারিং/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং/ পাওয়ার ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ কমিউনিকেশন সহ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সঙ্গে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং (EE) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

(৫) মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং: মোট শূন্যপদ ১০টি (অসং ৫, ওবিসি ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। নিচে বলা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রথম শ্রেণির বি ই/ বি টেক ডিগ্রিধারী আবেদন করতে পারেন। বিষয়গুলি হল— মেটালার্জি/ মেটালার্জি অ্যান্ড মেটেরিয়াল টেকনোলজি/ মেটালার্জি বা মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং/ মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং/ মেটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। সঙ্গে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং (MT) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

(৬) ফিজিক্স: মোট শূন্যপদ ১৪টি (অসং ৫, আর্থিকভাবে দুর্বল ২, ওবিসি ৪, তঃজাঃ ৩)। ফিজিক্স/ ফিজিক্স (ইলেক্ট্রনিক্স)/ অ্যাপ্লায়েড ফিজিক্স/ সলিড স্টেট ফিজিক্স/ কম্পিউটেশনাল ফিজিক্স/ ইঞ্জিনিয়ারিং ফিজিক্স/ ফিজিক্স অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিষয়ের প্রথম শ্রেণির মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ফিজিক্স (PH) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

(৭) কেমিস্ট্রি: মোট শূন্যপদ ৭টি (অসং ২, আর্থিকভাবে দুর্বল ১, ওবিসি ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। কেমিস্ট্রি/ অর্গানিক কেমিস্ট্রি/ ইনঅর্গানিক কেমিস্ট্রি/ অ্যানালিটিক্যাল/ ফিজিক্যাল কেমিস্ট্রি/ অ্যাপ্লায়েড কেমিস্ট্রি বিষয়ের প্রথম শ্রেণির মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে কেমিস্ট্রি (CY) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

(৮) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং: মোট শূন্যপদ ১১টি (অসং ৫, আর্থিকভাবে দুর্বল ১, ওবিসি ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)। নিচে বলা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রথম শ্রেণির বি ই/ বি টেক ডিগ্রিধারী আবেদন করতে পারেন। বিষয়গুলি হল— কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল টেকনোলজি/ কেমিক্যাল প্লান্ট ইঞ্জিনিয়ারিং/ অ্যাপ্লায়েড কেমিক্যাল অ্যান্ড পলিমার টেকনোলজি/ পলিমার সায়েন্স অ্যান্ড কেমিক্যাল টেকনোলজি/ কেমিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সঙ্গে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (CH) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

(৯) অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং: মোট শূন্যপদ ১৭টি (অসং ৮, আর্থিকভাবে দুর্বল ১, ওবিসি ৪, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১)। নিচে বলা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রথম শ্রেণির বি ই/ বি টেক ডিগ্রিধারী আবেদন করতে পারেন। বিষয়গুলি হল— অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং/ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং/ অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং (অ্যাভিওনিক্স)। সঙ্গে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং (AE) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

(১০) ম্যাথমেটিক্স: মোট শূন্যপদ ৪টি (অসং ২, ওবিসি ১, তঃজাঃ ১)। ম্যাথমেটিক্স/ অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স/ ম্যাথমেটিক্স এন্ড কম্পিউটিং বিষয়ের প্রথম শ্রেণির মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ম্যাথমেটিক্স (MA) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

(১১) সিভিল ইঞ্জিনিয়ারিং: মোট শূন্যপদ ৩টি (অসং ১, আর্থিকভাবে দুর্বল ১, ওবিসি ১)। নিচে বলা সংশ্লিষ্ট ডিসিপ্লিনের প্রথম শ্রেণির বি ই/ বি টেক ডিগ্রিধারী আবেদন করতে পারেন। বিষয়গুলি হল— সিভিল ইঞ্জিনিয়ারিং/ সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং/ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/ সিভিল অ্যান্ড রুরাল ইঞ্জিনিয়ারিং/ সিভিল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং/ সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং/ কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট। সঙ্গে সিভিল ইঞ্জিনিয়ারিং (CE) বিষয়ে গেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।

পার্ট-থ্রি: (১২) সাইকোলজি: মোট শূন্যপদ ১০টি (অসং ৪, আর্থিকভাবে দুর্বল ১, ওবিসি ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)। সাইকোলজি/ অ্যাপ্লায়েড সাইকোলজি/ ক্লিনিক্যাল সাইকোলজি/ কাউন্সেলিং বা কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স সাইকোলজি/ হেলথ সাইকোলজি/ মিলিটারি সাইকোলজি/ কগনিটিভ সাইকোলজি/ সাইকোলজি (অর্গানাইজেশনাল বিহেভিয়র)/ ফিজিওলজিক্যাল সাইকোলজি/ অ্যাবনর্মাল সাইকোলজি/ সোশ্যাল সাইকোলজি/ এডুকেশনাল সাইকোলজি/ ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি বা সমতুল কোনও কম্বিনেশনের প্রথম শ্রেণির মাস্টার ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে সাইকোলজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ (সাবজেক্ট কোড: ০৪) যোগ্যতার ন্যাশনাল এলিবিলিবিটি টেস্ট (নেট) পরীক্ষায় সফল হয়ে থাকতে হবে। তবে যাঁরা জুন ২০২০-র নেট পরীক্ষায় বসেছেন তাঁরাও আবেদনের যোগ্য। তবে তাঁদের ক্ষেত্রে নেটের ফলপ্রকাশের পর ১৫ দিনের মধ্যে স্কোর কার্ড/ সার্টিফিকেট জমা করতে হবে।

পার্ট-ওয়ান এবং পার্ট-টুয়ের ক্ষেত্রে ২০১৮/ ২০১৯ / ২০২০ সালের গেট পরীক্ষায় পাশ প্রার্থীরাই আবেদন করে পারেন। বয়স হতে হবে ১০-৭-২০২০ তারিখের হিসেবে ২৮ বছরের মধ্যে। তফশিলিরা ৫, ওবিসিরা ৩, শারীরিক প্রতিবন্ধীরা ১০ (তফশিলি হলে ১৫, ওবিসি হলে ১৩) বছর এবং প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। মূল মাইনে মাসে ৫৬,১০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা। শুরুতে সব মিলিয়ে মাসে ৮০,০০০ টাকা।

প্রার্থীবাছাই হবে পার্ট অনুযায়ী গেট স্কোর কার্ড অনুযায়ী ডেস্ক্রিপটিভ লিখিত পরীক্ষা এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে। অক্টোবর মাস নাগাদ এই লিখিত পরীক্ষা হবে কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি সহ অন্যান্য পরীক্ষা কেন্দ্রে।

আবেদন করবেন অনলাইনে https://rac.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ১৭ আগস্টের মধ্যে। এরজন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই। অনলাইন আবেদন করতে বসার আগে নিজের পাসপোর্ট মাপের ছবি, সই সহ স্বপ্রত্যয়িত জন্মতারিখের প্রমাণপত্র, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট, শারীরিক প্রতিবন্ধকতা, বৈধ গেট স্কোর কার্ড, নেট সার্টিফিকেট ও স্কোর কার্ড ইত্যাদি ওয়েবসাইটে দেওয়া নির্দেশ অনুযায়ী স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। ফি বাবদ দিতে হবে ১০০ টাকা। জমা দেবেন কেবলমাত্র অনলাইনে। তফশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলাদের এই ফি দিতে হবে না। এবার যাবতীয় তথ্য সঠিকভাবে যাচাই করে সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 137. অনলাইন আবেদনের ক্ষেত্রে কোনও সমস্যা হলে ফোন করতে পারেন এই নম্বরে: 011-23830599 বা বিজ্ঞপ্তি সম্পর্কে কোনও সমস্যা থাকলে ফোন করতে পারেন এই নম্বরগুলিতে: 011-23889533, 011-23889526. আরও বিস্তারিত জানতে পারেন ওপরে বলা এবং https://drdo.gov.in ওয়েবসাইটে।

বিজ্ঞপ্তি ডাউনেলাড করতে ক্লিক করুন: এখানে

সংশোধনী দেখতে ক্লিক করুন: এখানে

সংযোজনী দেখতে ক্লিক করুন: এখানে

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment