ঝাড়খণ্ড আর আই এম এসে ৩৭০ স্টাফ নার্স
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্টাফ নার্সের পদে ৩৭০ জনকে নিচ্ছে ঝাড়খণ্ডের রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। এটি ঝাড়খন্ড সরকারের অধীনস্থ রাঁচির একটি স্ব-শাসিত ইনস্টিটিউট। নীচের মতো যোগ্যতার ভারতীয়রা আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ ৩৭০টি (অসংরক্ষিত ১৪১, তফশিলি জাতি ৫৭, তফশিলি উপজাতি ৮৮, ইবিসি-ওয়ান ২৩, বিসি-টু ২৪, আর্থিকভাবে দুর্বল ৩৭ এবং এসবের মধ্যে থেকে শারীরিক প্রতিবন্ধী ১৫, খেলোয়াড় ৮, তফশিলি উপজাতির মধ্যে প্রিমিটিভ ট্রাইব ২)। শূন্যপদের কমতে বা বাড়তে পারে।
শিক্ষাগত যোগ্যতা: ক) ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ ঝাড়খন্ড স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে বিএসসি (অনার্স) নার্সিং বিএসসি নার্সিং ডিগ্রিধারী/ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট/ ইউনিভার্সিটি থেকে বিএসসি (পোস্ট সার্টিফিকেট)/ পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রিধারী হতে হবে এবং নার্স ও মিডওয়াইফ হিসেবে রাজ্য/ ভারতীয় নার্সিং কাউন্সিল রেজিস্টার্ড হতে হবে। অথবা খ) ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত ইনস্টিটিউট বা বোর্ড কিংবা কাউন্সিল থেকে জেনারেল নার্সিং মিডওয়াইফারি -র ডিপ্লোমাধারী হতে হবে।
ডিগ্রি অর্জনের পর অন্তত ৫০ শয্যাবিশিষ্ট কোনও হাসপাতালে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স – অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল প্রার্থীদের ৩৫ বছরের, ইবিসি-ওয়ান এবং বিসি-টু প্রার্থীদের ৩৭ বছরের, মহিলা (জেনারেল (অসংরক্ষিত), বিসি ওয়ান, বিসি-টু) প্রার্থীদের ৩৮ বছরের এবং তফশিলি প্রার্থীদের ৪০ বছরের মধ্যে হতে হবে। সব শ্রেণির শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর করে বয়সের ছাড় পাবেন। ঝাড়খণ্ডের বাসিন্দারাই কেবল সংরক্ষণের সুবিধা পাবেন। মাইনে লেভেল ৭/১ অনুযায়ী।
প্রার্থিবাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষায় সফল হতে প্রার্থীদের নির্ধারিত ন্যূনতম নম্বর পেতে হবে।
দরখাস্তের ফি বাবদ তফশিলি প্রার্থীদের দিতে হবে ১৫০ টাকা ও ব্যাঙ্ক চার্জ। বাকি প্রার্থীদের দিতে হবে ৬০০ টাকা ও ব্যাঙ্ক চার্জ।
আবেদন করবেন অনলাইনে http://www.rimsjobs.com ওয়েবসাইটের মাধ্যমে, ১৮ মার্চ থেকে ৩০ এপ্রিল, বিকেল ৫টার মধ্যে। বিজ্ঞপ্তি নং RIMS Ranchi/1093. আরও বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে/ পিডিএফে।
পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করতে ক্লিক করুন: এখানে

