scientistOthers 

ইন্ডিয়া মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টে ৫২ সায়েন্টিস্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সায়েন্টিস্ট পদে ৫২ জনকে নিচ্ছে ইন্ডিয়া মিটিওরোলজিক্যাল ডিপার্টমেন্টে। এটি ভারত সরকারের আর্থ সায়েন্স মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ হবে ‘সি’, ‘ডি’ ও’ই’ লেভেলে।

সায়েন্টিস্ট-ই (ফোরকাস্টিং): শূন্যপদ ৩টি। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে ফিজিক্স/ ম্যাথমেটিক্স/ কেমিস্ট্রি/ মিটিওরোলজি/ অ্যাটমোস্ফেরিক/ সাইন্স বা অ্যাটমোস্ফেরিক ফিজিক্স/ ওশানোগ্রাফি/ মিটিওরোলজি সহ জিওফিজিক্স বা সমতুলের এমএসসি ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ১১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। মূল মাইনে ১,২৩,১০০ – ২,১৫,৯০০ টাকা।

সায়েন্টিস্ট-ই (ইনস্ট্রুমেন্টেশন): শূন্যপদ ৩টি। ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশনের এমএসসি ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকলে অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রিক্যাল/ টেলিকমিউনিকেশন/ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ১১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। মূল মাইনে ১,২৩,১০০ – ২,১৫,৯০০ টাকা।

সায়েন্টিস্ট-ই (কম্পিউটার/ ইনফর্মেশন টেকনোলজি): শূন্যপদ ২টি। কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফর্মেশন টেকনোলজির এমএসসি ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকলে অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর সহ কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজির বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ১১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। মূল মাইনে ১,২৩,১০০ – ২,১৫,৯০০ টাকা।

সায়েন্টিস্ট-ডি (ফোরকাস্টিং): শূন্যপদ ১৪টি। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে ফিজিক্স/ ম্যাথমেটিক্স/ কেমিস্ট্রি/ মিটিওরোলজি/ অ্যাটমোস্ফেরিক সাইন্স বা অ্যাটমোস্ফেরিক ফিজিক্স/ ওশানোগ্রাফি/ মিটিওরোলজি সহ জিওফিজিক্স বা সমতুলের এমএসসি ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ৭ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। মূল মাইনে ৭৮,৮০০ – ২,০৯,২০০ টাকা।

সায়েন্টিস্ট-ডি (ইনস্ট্রুমেন্টেশন): শূন্যপদ ৩টি। ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশনের এমএসসি ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকলে অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রিক্যাল/ টেলিকমিউনিকেশন/ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৭ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। মূল মাইনে ৭৮,৮০০ – ২,০৯,২০০ টাকা।

সায়েন্টিস্ট-ডি (অ্যাগ্রিকালচার মিটিওরোলজি): শূন্যপদ ৪টি। অন্তত ৬০ শতাংশ নম্বর সহ অ্যাগ্রিকালচার মিটিওরোলজি/ অ্যাগ্রিকালচার ফিজিক্সের এমএসসি ডিগ্রিধারীরা সঙ্গে ৭ বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। মূল মাইনে ৭৮,৮০০ – ২,০৯,২০০ টাকা।

সায়েন্টিস্ট-ডি (কম্পিউটার/ ইনফর্মেশন টেকনোলজি): শূন্যপদ ৩টি। কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন/ ইনফর্মেশন টেকনোলজির এমএসসি ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকলে অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর সহ কম্পিউটার সায়েন্স/ ইনফর্মেশন টেকনোলজির বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৭ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৫০ বছরের মধ্যে। মূল মাইনে ৭৮,৮০০ – ২,০৯,২০০ টাকা।

সায়েন্টিস্ট-সি (ফোরকাস্টিং): শূন্যপদ ১৪টি। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ প্রতিষ্ঠান থেকে ফিজিক্স/ ম্যাথমেটিক্স/ কেমিস্ট্রি/ মিটিওরোলজি/ অ্যাটমোস্ফেরিক সাইন্স বা অ্যাটমোস্ফেরিক ফিজিক্স/ ওশানোগ্রাফি/ মিটিওরোলজি সহ জিওফিজিক্স বা সমতুলের এমএসসি ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মূল মাইনে ৬৭,৭০০ – ২,০৮,৭০০ টাকা।

সায়েন্টিস্ট-সি (ইনস্ট্রুমেন্টেশন): শূন্যপদ ৩টি। ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশনের এমএসসি ডিগ্রিধারীরা গ্র্যাজুয়েশন স্তরে অন্তত ৬০ শতাংশ নম্বর পেয়ে থাকলে অথবা অন্তত ৬০ শতাংশ নম্বর সহ ইলেক্ট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রিক্যাল/ টেলিকমিউনিকেশন/ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের বি ই/ বি টেক ডিগ্রিধারীরা আবেদন করতে পারেন। সঙ্গে ৩ বছরের অভিজ্ঞতা থাকা চাই। বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে। মূল মাইনে ৬৭,৭০০ – ২,০৮,৭০০ টাকা।

সবক্ষেত্রেই বয়সের হিসেবে করতে হবে ২৩-৩-২০২১ তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। প্রার্থীবাছাই হবে সিলেকশন/ ইন্টারভিউয়ের মাধ্যমে।

আবেদন করবেন অনলাইনে https://internal.imd.gov.in ওয়েবসাইটের মাধ্যমে, ২৩ মার্চের মধ্যে। অনলাইন আবেদন করতে বসার আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। দরখাস্ত করার সময় আপলোড করতে হবে। এবার সিস্টেম জেনারেটেড এপ্লিকেশন ফর্মের প্রিন্ট নিয়ে নিজের কাছে রাখবেন। পরে প্রয়োজন হবে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নং: 01/2021-IMD. আরও বিস্তারিত জানতে পারবেন ওপরে বলা ওয়েবসাইটে।

পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে
অনলাইন আবেদন করুন: ।। রেজিস্ট্রেশন ।। লগ ইন।।

Related posts

Leave a Comment