উত্তাল হংকং- গ্রেফতার ৫৩
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ফের উত্তাল হল হংকং। সূত্রের খবর, বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ৫৩ জন গণতন্ত্রকামীকে গ্রেফতার করল হংকং পুলিশ। সূত্রের আরও খবর, গ্রেফতার হওয়াদের মধ্যে রয়েছেন প্রথম সারির মানবাধিকার কর্মী ও বিরোধী রাজনৈতিক নেতারা। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে হংকংয়ের আইনসভার নির্বাচন হওয়ার কথা ছিল। পরে তা স্থগিত হয়ে যায়। এক্ষেত্রে অভিযোগ, সরকার-বিরোধীদের একাংশ অবৈধভাবে নির্বাচনে অংশগ্রহণ করেন। তার জেরেই গণ-গ্রেফতারি।

