railwaysOthers 

দক্ষিণ-মধ্য রেখে ৯০ ডাক্তার, নার্সিং সুপারিন্টেন্ডেন্ট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ডাক্তার, নার্সিং সুপারিন্টেন্ডেন্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে ১১০ জনকে নিচ্ছে দক্ষিণ-মধ্য রেলে। নিয়োগ হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিতে। উল্লেখ্য, যাঁরা 01/2020/COVID-19, তারিখ ১০-৪-২০২০ অনুযায়ী আবেদন করেছিলেন এবং নিয়োগের সুযোগ পাননি, তাঁদের নতুন করে আবেদন করতে হবে।

(সিরিয়েল নং: ১) স্পেশ্যালিস্ট ডাক্তার (পোস্ট কোড- SPGM, SPPM, SPA): মোট শূন্যপদ ৯টি। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল স্বীকৃত এমবিবিএস ডিগ্রিধারীরা জেনারেল মেডিসিন/ পালমোনারি মেডিসিন/ অ্যানেস্থেসিয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। থোক মাইনে ৯৫,০০০ টাকা। বয়স হতে হবে ৫৪ বছরের মধ্যে।

(সিরিয়েল নং: ২) জিডিএমও ডাক্তার (পোস্ট কোড- GDMO): মোট শূন্যপদ ১৬টি। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল স্বীকৃত এমবিবিএস ডিগ্রিধারীরা তাঁদের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকলে আবেদন করতে পারেন। থোক মাইনে ৭৫,০০০ টাকা। বয়স হতে হবে ৫৪ বছরের মধ্যে।

(সিরিয়েল নং: ৩) নার্সিং সুপারিন্টেন্ডেন্ট (পোস্ট কোড- NS): মোট শূন্যপদ ৩১টি। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল স্বীকৃত নার্সিং প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ৩ বছরের কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারেন। সঙ্গে রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে সার্টিফিকেটধারী হতে হবে। অথবা নার্সিংয়ের বিএসসি ডিগ্রিধারীরাও আবেদনের যোগ্য। থোক মাইনে ৪৪,৯০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। বয়স হতে হবে ২০ থেকে ৫৪ বছরের মধ্যে।

(সিরিয়েল নং: ৪) ল্যাব অ্যাসিস্ট্যান্ট (পোস্ট কোড- LA): মোট শূন্যপদ ৪টি। বিজ্ঞান শাখার উচ্চমাধ্যমিক পাশ প্রার্থীরা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ডিপ্লোমাধারী হলে আবেদন করতে পারেন। বয়স হতে হবে ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে। থোক মাইনে ২১,৭০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

(সিরিয়েল নং: ৫) হসপিটাল অ্যাটেন্ডেন্ট (পোস্ট কোড- HA): মোট শূন্যপদ ৫০টি। মাধ্যমিক পাশ প্রার্থীরা সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই সার্টিফিকেটধারী হলে আবেদন করতে পারেন। সঙ্গে ১ বছরের অভিজ্ঞতা থাকা চাই। থোক মাইনে ১৮,০০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা। বয়স হতে হবে ১৮ থেকে ৫৪ বছরের মধ্যে।

প্রার্থীবাছাই হলে অনলাইন টেলিফোনিক ইন্টারভিউয়ের মাধ্যমে। এরজন্য প্রার্থীকে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে।
আবেদন করবেন অনলাইনে নীচে বলা সংশ্লিষ্ট লিঙ্কের মাধ্যমে, ১৫ জুলাইয়ের মধ্যে। অনলাইন আবেদনের আগে যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে রাখবেন। আপলোড করতে হবে। আরও বিস্তারিত জানতে পারবেন নীচে বলা ওয়েবসাইটে।

অনলাইন আবেদন করতে ক্লিক করুন: ।। স্পেশ্যালিস্ট ডাক্তার ও জিডিএমও ডাক্তার ।। নার্সিং সুপারিন্টেন্ডেন্ট ।। ল্যাব অ্যাসিস্ট্যান্ট ।। হসপিটাল অ্যাটেন্ডেন্ট ।।

বিজ্ঞপ্তির পিডিএফ ডাউনলোড করতে ক্লিক করুন: এখানে

ওয়েবসাইট দেখতে ক্লিক করুন: এখানে

Related posts

Leave a Comment