murder caseAccident Others 

দমদম দুর্গানগরে বধূ হত্যার অভিযোগ

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধিঃ দমদম দুর্গানগর বাদরা এলাকায় পণের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ স্বামীসহ শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে। সূত্রের খবর, বারো বছর আগে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার পরিমল ঘোষ এর সাথে মলি ঘোষের (২৯) বিয়ে হয়।বিয়ের পর থেকেই পণের জন্য অত্যাচার করত।এর আগে শ্বশুরবাড়ি থেকে পাঁচ লক্ষ টাকা নেয় তারপরেও বিভিন্ন রকম চাহিদা ছিল পরিমলের।না দিতে পারলে অত্যাচার করত।

গতকাল রাতে মেয়ের বাপের বাড়ির লোকজনকে খবর দেওয়া হয়, মলি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।মলির পরিবারের লোক ঘটনাস্থলে এসে দেখে, গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে।পরিবারের লোকের আরও অভিযোগ, ওইভাবে মৃতদেহ গলায় দড়ি দিয়ে ঝুলতে পারে না। অস্বাভাবিক কোনও ঘটনা ঘটেছে। তাঁদের ধারণা, মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।এরপর ওই মৃত মহিলার পরিবার দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।দমদম থানার পুলিশ স্বামী, শ্বশুর এবং শাশুড়িকে গ্রেপ্তার করেছে গতকাল রাতেই।মলির পরিবারের লোক দোষীদের শাস্তির দাবি করছেন।

Related posts

Leave a Comment