মেডিক্যালে জীবনদান পেল করোনা আক্রান্ত ১০ হৃদরোগী
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দশ করোনা আক্রান্ত হৃদরোগীর প্রাণ বাঁচালেন কলকাতা মেডিক্যাল কলেজের ডাক্তাররা। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে রোগীর অন্য শারীরিক সমস্যায় অপারেশন করতে হলে আগে সম্পূর্ণ সুস্থ হতে হবে তাঁকে। তারপর হবে অস্ত্রোপচার। তবে ওই ১০ জনের অপেক্ষা করার মতো অবস্থা ছিল না। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে নিজেদের সংক্রামিত হওয়া ঝুঁকিপূর্ণ নিয়েও ১০ করোনা আক্রান্ত হৃদরোগীর প্রাণ বাঁচালেন কলকাতা মেডিক্যাল কলেজ করোনা হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ডাক্তাররা।
সূত্রের খবর, জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করে ১০ জন পজিটিভ রোগীর শরীরে পেসমেকার বসালেন তাঁরা। হাসপাতাল সূত্রে খবর, টানা দেড় থেকে ২ মাস ধরে এই কাজ চলছে রাজ্যের সবচেয়ে বড় এই করোনা হাসপাতালে। হাসপাতাল সূত্রে আরও খবর, এঁদের অনেকেরই অস্থায়ী পেসমেকার বসানো হয়েছিল। সেই পেসমেকারের তার খুলে গিয়ে বিপত্তির সম্ভাবনার পাশাপাশি ছিল রক্তবাহী নালীতে রক্ত জমাট বেঁধে মৃত্যুর আশঙ্কা। তাছাড়া তাঁদের বেশিরভাগই ছিলেন সম্পূর্ণভাবে জটিল অসুখের চূড়ান্ত পর্যায়ে। অস্ত্রোপচার না করলে প্রাণহানির আশঙ্কা থেকেই যেত।
কার্ডিওলজি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, রোগী করোনা পজিটিভ হলেও তাঁর হার্টের অসুখের সঠিক সময়ে চিকিৎসা অপরিহার্য। ইতিমধ্যেই ওই ১০ জনের মধ্যে অধিকাংশই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১০ জুলাই থেকে শুরু হয়েছে পেসমেকার বসানোর কাজ।

