পড়ুয়াদের ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিল ম্যাকাউট
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : যাদবপুরের পর রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও (ম্যাকাউট) পড়ুয়াদের অনলাইন পঠন-পাঠনের জন্য প্রয়োজনীয় সামগ্রী দেবে। সূত্রের খবর, পড়ুয়াদের ট্যাব ও অন্যান্য ডিজিটাল ডিভাইস, পেন ড্রাইভ ও এক্সটার্নাল হার্ড ড্রাইভ প্রভৃতি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে ম্যাকাউটের পক্ষ থেকে। এজন্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে বলে জানা যায়। সেইসঙ্গে নিজেদের তহবিলও ব্যবহার করা হবে। বেসরকারি ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট কলেজের মালিকদেরও এই ব্যাপারে এগিয়ে আসার জন্য বলা হয়েছে। এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, কাদের এগুলি প্রয়োজন, তার একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। অনলাইন পদ্ধতির পাশাপাশি ডিজিটাল পদ্ধতিতে পাঠদানই এখন একমাত্র উদ্দেশ্য। প্রয়োজনে পরীক্ষাও নেওয়াও হবে অনলাইনে। তার জন্য আবশ্যিক উপকরণগুলির অভাবে কোনও পরীক্ষার্থীকে যাতে সমস্যায় পড়তে না হয়, সেই উদ্দেশ্যে এই পরিকল্পনা করা হয়েছে। প্রসঙ্গত, উল্লেখযোগ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ও কিছু পড়ুয়াকে স্মার্টফোন দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

