Gangetic dolphinsOthers 

বিপন্ন গাঙ্গেয় ডলফিনের উপস্থিতি দামোদরে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দামোদরে রণডিহার লগ গেটের কাছে দেখা গেল গাঙ্গেয় ডলফিনের। স্থানীয় বাসিন্দাদের চোখে পড়তেই এই ডলফিনের খবর চাউর হয়ে যায় গ্রামে। এই প্রাণীটিকে দেখার জন্য নদীর ধারে ভিড় জমান গ্রামের প্রচুর মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বনদপ্তরের কর্মীরাও। তাঁরা পরিস্থিতির ওপর নজর রেখে চলেছেন। তবে এখনই ডলফিনটিকে নদী থেকে উদ্ধারের কোনও পরিকল্পনা নেই তাঁদের। রাজ্য বন বিভাগের দক্ষিণ-পূর্ব সার্কেলের মুখ্য বনপাল কল্যাণ দাস জানিয়েছেন, আগে কখনও দামোদরে ডলফিন দেখার কথা শোনা যায়নি। মূলত হুগলি নদীতেই এদের দেখা যায়। যখন ডলফিনটি এখানে এসেছে, তখন বুঝতে হবে এই এলাকার পরিবেশ ওদের পক্ষে অনুকূল। দামোদরের এই এলাকায় প্রচুর মাছ পাওয়া যায়। ফলে ডলফিনটির খাবারের কোনও অসুবিধা হবে না। সেজন্য আমরা এটিকে নদী থেকে এখনই উদ্ধার করছি না। স্বাভাবিক পরিস্থিতিতে ডলফিনটির এখানে থাকার কোনও অসুবিধা হওয়ার কথা নয়। বন দপ্তরের স্থানীয় কর্মীদের বলা হয়েছে এলাকায় বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য।

Related posts

Leave a Comment