এই প্রথম করোনা জয়ী ৪২ দিনের সদ্যজাত শিশু
আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এবার ৪২ দিনের সদ্যজাত শিশু বাড়ি ফিরল করোনাকে জয় করে। সূত্রের খবর, আগষ্ট মাসের ২০ তারিখে হার্টের সমস্যা নিয়ে ৪২ দিনের ওই সদ্যজাত শিশুটিকে মুকুন্দুপুর আমরি হাসপাতাল ভর্তি করা হয়েছিল। পরে ওই শিশুটি করোনা টেস্ট করলে রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতাল সূত্রে খবর, এরপর শুরু হয় চিকিৎসা। আজ ৪২ দিনের ওই সদ্যজাত শিশুটি সম্পূর্ণ করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে আজ বাড়ি ফিরল। সূত্রের আরও খবর, ওই শিশুটির পরিবারের অন্য কেউ করোনা পজিটিভ ছিলেন না। ফলে শিশুটি কীভাবে করোনা আক্রান্ত হয়েছে তা নিয়েই উঠছে প্রশ্ন।

