football matchOthers Sports 

রাজারহাট-গোপালপুরে ফুটবল ম্যাচের আয়োজন

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: গতকাল রাজারহাট-গোপালপুর ছাত্র যুব-র উদ্যোগে ২দিন ব্যাপী একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ওই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী পূর্ণেন্দু বসু, প্রাক্তন ফুটবলার রহিম নবী সহ অন্যান্য বিশিষ্টরা। সূত্রের খবর, এদিন পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মন্ত্রী পূর্ণেন্দু বসু।

এদিন মন্ত্রী জানান, এই অঞ্চলের ছেলেরা ফুটবল খুব ভালবাসে। বাঙালি মাত্রই ভালবাসে ফুটবল। আমার নিজেরও ফুটবলের প্রতি একটি অনুরাগ আছে। তাই করোনার সময়ে যখন শুনলাম তখন না করতে পারলাম না। যতটা নিয়মকানুন মানা যায় তা মেনেই হবে খেলা। আয়োজক সূত্রে খবর, ২দিন ধরে চলবে এই খেলা। এর মধ্যে দিয়ে ফুটবলের জনপ্রিয়তা এবং ছেলেমেয়েদের খেলার প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আয়োজকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আমাদের রাজ্যে ফুটবল একটি উৎসবের মতোই। আমরা বরাবরই উৎসব প্রিয়। তাই এই খেলার আয়োজন। আশা করি সুশৃঙ্খলভাবে পালিত হবে সবটা। অন্যদিকে ফুটবলার রহিম নবী জানান, আমরা সবাই করোনা নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা যে সব কিছু জয় করে ফিরছি, এটাই কলকাতা, এটাই ফুটবল। আমাদের এটা নিয়েই বাঁচতে হবে।

Related posts

Leave a Comment