UN SpeechOthers World 

৭০ বছরে সন্ত্রাসবাদ ছাড়া কিছুই অর্জন করেনি পাকিস্তান: রাষ্ট্রপুঞ্জে তীব্র আক্রমণ ভারতের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ রাষ্ট্রপুঞ্জের ৭৫তম অধিবেশনে পাক প্রধানমন্ত্রী ইমরান খান আবার কাশ্মীর ইস্যু খুঁচিয়ে তোলার চেষ্টা করলে ভারত তার তীব্র বিরোধিতা করে। ইমরান খানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ভারত দ্বর্থ্যহীন ভাষায় জানায় যে, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এই কেন্দ্রশাসিত অঞ্চলের আইন ও প্রশাসনিক ব্যাপার একমাত্র ভারতের অভ্যন্তরীণ বিষয়। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের প্রথম আধিকারিক মিজিতো ভিনিতো বলেন যে, ৭০ বছরের ইতিহাসে বিশ্বের সামনে তাদের ‘গৌরব’ তুলে ধরার মতো একমাত্র বিষয় হল সন্ত্রাসবাদ, জনজাতির নির্মূলিকরণ, মৌলবাদের বাড়বাড়ন্ত এবং গোপন পারমাণবিক ব্যবসা।

শুক্রবার রাষ্ট্রপুঞ্জের ৭৫তম সাধারণ সভায় এক ভিডিও বিবৃতিতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান কাশ্মীর প্রসঙ্গ তুলে ভারতের বিরুদ্ধে নিন্দা শুরু করতে থাকেন। সেইমূহুর্তেই প্রতিবাদ জানিয়ে ভার্চুয়াল সভা থেকে বেরিয়ে যায় ভারত। এরপর ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলা হয়েছে, বর্তমানে কাশ্মীরের একমাত্র সমস্যা হল যে, এর কিছুটা অংশ পাকিস্তান বেআইনি ভাবে দখল করে রেখেছে। মিজিতো ভিনিতো আরও বলেন, ‘‌এই সভাকক্ষকে এমন এক ব্যক্তির অনর্থক বক্তব্য শুনতে হল যার নিজের কিছুই দেখানোর মতো নেই, যার কোনও সাফল্য নেই যা নিয়ে কথা বলবেন এবং এমন কোনও যুক্তিসঙ্গত পরামর্শই নেই যা বিশ্বের কাছে তুলে ধরবেন। তার বদলে আমরা দেখতে পাচ্ছি মিথ্যা, প্ররোচনামূলক, ভুয়ো তথ্য, যুদ্ধ-মনোভাবাপন্ন বিষয় উগরে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সভাকক্ষে।’‌

তিনি আরও বলেন, ‘এই দেশটিকে রাষ্ট্রপুঞ্জ বৃহত্তর সন্ত্রাসবাদীদের আশ্রয়স্থল হিসেবে গণ্য করেছে। এই দেশেই সন্ত্রাসের মূল চক্রী লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদ ও জৈশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার বহাল তবিয়তে রয়েছে’। ‌পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে ভিনিতো বলেন, ‘‌এটা সেই একই দেশ যারা রাষ্ট্রীয় তহবিলের বাইরে ভয়ঙ্কর ও কালো তালিকাভুক্ত সন্ত্রাসবাদীদের জন্য পেনশনের ব্যবস্থা করেছে। আমরা আজ যার ভাষণ শুনলাম তিনি কিছুদিন আগে পাকিস্তানের সংসদে ওসামা বিন লাদেনকে শহিদ বলে ঘোষণা করেছিলেন।’‌ আজ রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় সন্ত্রাসবাদকে রুখে দেওয়ার বার্তা দেবেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।

Related posts

Leave a Comment