Orissa MandirOthers 

ওড়িশায় শিক্ষাপ্রতিষ্ঠান-সিনেমা ও ধর্মস্থান না খোলার নির্দেশিকা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ধর্মস্থান খোলা হবে না ওড়িশায়। সূত্রের খবর, আনলক-৫ পর্বেও সব শিক্ষাপ্রতিষ্ঠান, সিনেমা হল এবং ধর্মীয় স্থান খুলবে না বলে জানিয়েছে ওড়িশা সরকার। এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করেছে সরকার। তবে রাজ্য সরকারের ওই নির্দেশিকায় পুরীর মন্দির নিয়ে আলাদা করে কিছু বলা হয়নি। অন্যদিকে সব ধর্মীয় স্থানই বন্ধ থাকার কথা বলাতে পুরীর মন্দির নিয়ে বিভিন্ন মহলে চলছে জল্পনা। উল্লেখ্য, করোনা আবহে এবার শর্তসাপেক্ষে রথযাত্রার অনুমতি দিয়েছিল সুপ্রিমকোর্ট। এক্ষেত্রে আরও জানানো হয়েছে, পুরীর মন্দিরের ৪০৪ জন সেবায়েতের মধ্যে ৩৫১ জনই করোনা আক্রান্ত। ওড়িশা সরকারের নির্দেশিকায় আরও জানানো হয়েছে, রাজ্যের সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র-সহ সব ধর্মীয় স্থান ও সিনেমা হল আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। সূত্রের আরও খবর, ওড়িশার স্পেশাল রিলিফ কমিশনারের নির্দেশে বলা হয়েছে, সব সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, ক্রীড়া, বিনোদন ও শিক্ষা সংক্রান্ত অনুষ্ঠান বন্ধ থাকবে এই রাজ্যে।

Related posts

Leave a Comment