লেনদেনের ক্ষেত্রে জিএসটি ই-ইনভয়েসিং ব্যবস্থা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : যেসব সংস্থার বছরে আয় ১০০ কোটি টাকার বেশি, এবার ওইসব সংস্থার সঙ্গে লেনদেনের ক্ষেত্রে জিএসটি ই-ইনভয়েসিং ব্যবস্থা চালু হবে। এটি চালু হবে আগামী ১ জানুয়ারি থেকে। সূত্রের খবর, ১ এপ্রিল থেকে সব করদাতা এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত ১ অক্টোবর থেকে ৫০০ কোটির বেশি আয়ের সংস্থার ক্ষেত্রে ইতিমধ্যেই তা চালু হয়েছে। অন্যদিকে অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ২০১৮-১৯ অর্থবর্ষের বার্ষিক জিএসটি রিটার্নে শুধুমাত্র লেনদেনের মূল্য উল্লেখ করতেই হবে।

