পুজোর বাজারে হাল ফেরার প্রতীক্ষায় ব্যবসায়ীরা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ দুর্গাপুজোর আর মাত্র নয় দিনের অপেক্ষা। তবে এবছর করোনার কারণে পুজোর সেরকম আমেজ দেখা যাচ্ছে না। অন্যদিকে বিক্রি-বাট্টা না হওয়ায় চিন্তিত ব্যবসায়ীরাও। কলকাতার গড়িয়াহাট, নিউ মার্কেট ও হাতিবাগান সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সবার মুখেই একই সুর। ব্যবসায়ীদের বক্তব্য, করোনা আবহের পরবর্তী পর্যায়ে হালকা ভিড় হলেও সেই পরিমান বেচা-কেনা নেই।
এক্ষেত্রে ব্যবসায়ীরা আরও জানিয়েছেন, আগের বছরেও পুজোর সময় মাসখানেক আগে থেকেই ছুটির দিন গুলিতে ভিড় সামাল দেওয়া যেত না। তবে এবছর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। গত দু-তিন ধরে স্বল্প পরিমানে বিক্রি-বাট্টা হয়েছে। হালকা হলেও ধীরে ধীরে ভিড় বাড়ছে। তবে অৰ্ধেক শতাংশ মানুষই দেখছে, কিনছে কম। উল্লেখ্য, এবছর প্রায় ৮০ শতাংশ ব্যবসা মার খেয়েছে। ব্যবসায়ীরা মনে করছেন লাভের টাকা তোলাই মুশকিল হয়ে দাঁড়াবে।

