India-America-1Others World 

বাইডেনের জয় ‘বাণিজ্য-বাধা’ কাটার আশায় শিল্প মহল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে প্রত্যাশার ইঙ্গিত দিচ্ছে ভারতীয় শিল্প মহল। পাশাপাশি শুভেচ্ছা জানানো হয়েছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকেও। উল্লেখ্য, গত ২ বছর আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল ঘটনাবহুল। সূত্রের খবর, উঁচু আমদানি শুল্কের জন্য কেন্দ্রকে বিঁধেছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা সত্ত্বেও গত বছর দ্বিপাক্ষিক বাণিজ্য স্পর্শ করেছিল ১৫ হাজার কোটি ডলার। সূত্রের আরও খবর, করোনার পরিস্থিতিতে ধাক্কা খেলেও সিআইআই-এর ডিজি চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় আশা প্রকাশ করেছেন, সব রেকর্ডকে ছাপিয়ে বাণিজ্যের অঙ্ক ৫০ হাজার কোটি অতিক্রম করে ফেলবে।

যার ফলে লাভবান হবে উভয়পক্ষই। আবার শিল্প মহলের বক্তব্য, প্রতিরক্ষা, উৎপাদন, বিদ্যুৎ, ওষুধ ও স্বাস্থ্য পরিষেবার মতো ক্ষেত্রগুলিতে নজর দিতে পারে দু-দেশ। অন্যদিকে উন্নততর বৈজ্ঞানিক গবেষণাতেও সহযোগিতার পক্ষে সওয়াল করলেন অ্যাসোচ্যামের সেক্রেটারি জেনারেল দীপক সুদ। এক্ষেত্রে আরও জানা যায়, বাণিজ্যে বাধা দূর হওয়ার আশা প্রকাশ করছে আমেরিকার বাণিজ্য মহলও। পাশাপাশি ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল সূত্রে জানানো হয়েছে, বাইডেনের জয় বাণিজ্য বাধা কাটার পথেই প্রথম ধাপ।

Related posts

Leave a Comment