বেনাপোল-পেট্রাপোল সীমান্তে মৈত্রীর পরিবেশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সেনাকে উপহার। সূত্রের খবর, বেনাপোল-পেট্রাপোল সীমান্তে মৈত্রীর পরিবেশ গড়ে তোলা হল। দু-দেশের সম্প্রীতি বজায় রাখারও উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের আরও খবর, এক্ষেত্রে চিহ্ন স্বরূপ বাংলাদেশের সেনাবাহিনীর হাতে ২০টি ঘোড়া ও ১০টি কুকুর তুলে দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এই দায়িত্ব নিয়েছে বলে খবর। ভারত-বাংলাদেশের দুই বাহিনীর উচ্চপদস্থ কর্তা-ব্যক্তিরা উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে।

