আন্তর্জাতিক বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: খুব তাড়াতাড়ি স্বাভাবিক হবে বিমান পরিষেবা,এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বিমান মন্ত্রী হরদীপ সিং পুরী।
অন্যদিকে আন্তর্জাতিক বিমান পরিষেবা এখনও স্বাভাবিক না হলেও দেশে ডোমেস্টিক বিমান পরিষেবা অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে দাবি করেছেন
তিনি। বিমান পরিষেবা কি আবার পূর্বের মতো স্বাভাবিক হবে,তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নও। এরপর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী হরদীপ সিং পুরীর কথাতে আশার আলো দেখা যাচ্ছে । এক্ষেত্রে তাঁর বক্তব্য, বিমান পরিষেবা ডিসেম্বরের শেষে নতুবা ২০২১সালের শুরুতেই আবার প্রি-কোভিড পর্বের মতো হতে চলেছে ৷ একটি অনুষ্ঠানে তিনি জানিয়েছেন,আমরা দেশে অসামরিক বিমান পরিষেবা চালু করেছি গত ২৫ মে ৷ সম্পূর্ণ লকডাউনের ঠিক ২ মাস বাদে ৷ প্রতিদিন গড়ে ৩০ হাজার যাত্রী হত সেই সময়ে ৷ তবে এখন পরিস্থিতি অনেক বদলেছে ৷ অতি সম্প্রতি দেশে বিমানযাত্রীর সংখ্যা ছিল ২.২৫ লক্ষ ৷
এ বিষয়ে তাঁর আরও বক্তব্য, দেশে এখন ৭০ শতাংশ বিমান চালানো সম্ভব হয়েছে ৷ ইতিমধ্যেই সেটা আরও বেড়ে ৮০ শতাংশ হতে চলেছে ৷ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে বা তার এক-দু’সপ্তাহ পরে ফের প্রি-কোভিড সময়ের মতোই বিমান পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে দেশে ৷ তিনি আরও জানান,যখন দেশে অসামরিক বিমান পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে, তখন সেফটি প্রোটোকলগুলিও আরও বেশি মেনে চলা প্রয়োজন ৷ এব্যাপারে আরও কড়া ব্যবস্থা নেওয়া জরুরি বলেও জানিয়েছেন তিনি।

