Partha Chattopadhyay-9Education Others 

উচ্চশিক্ষা দপ্তরের চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য উদ্যোগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের সরকারি ছাতার নিচে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে খবর। বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে এইসব কর্মচারীরা নিযুক্ত ছিলেন। সূত্রের খবর, গত ১ নভেম্বরের একটি আদেশ নেওয়ার পর একটি নির্দেশিকা প্রকাশ করে উচ্চশিক্ষা দপ্তর। এক্ষেত্রে এই ধরনের কর্মীদের যাবতীয় তথ্য-প্রমাণাদি শীঘ্রই জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে আরও জানা গিয়েছে, এই ধরনের কর্মচারীরা সরকারি কাজ করলেও সরাসরি সরকারের কাছ থেকে বেতন পেতেন না। সরকার অধিগৃহীত সংস্থা ওয়েবেল এই ধরনের কর্মীদের নিয়োগের জন্য বিভিন্ন বেসরকারি সংস্থাকে বরাত দিয়েছিল সরকারের হয়ে।

এক্ষেত্রে সরকার এই কর্মীদের ভাতার জন্য ওয়েবেলকে টাকা দিত। ওয়েবেল সেই টাকা দিত দেশে বেসরকারি সংস্থাগুলিকে। সূত্রের আরও খবর, দু-হাত ঘুরে টাকা পৌঁছনোর ফলে এই কর্মীরা অনেকটাই কম পেতেন। এমনকী ওইসব কর্মচারীদের চাকরির স্থায়িত্বও নিশ্চিত ছিল না। তাঁরা সরকারি কন্ট্র্যাকচুয়াল কর্মী হয়ে গেলে তাঁদের চাকরি ৬০ বছর বয়স পর্যন্ত নিশ্চিত হয়ে যাবে। অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও তাঁরা পাবেন বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে সরকার তথ্যাদি চেয়ে পাঠিয়েছে, তাতে তাঁরা হাতে কত টাকা নগদ পান, তার উল্লেখ করতেও বলা হয়েছে। উচ্চশিক্ষা দপ্তর সূত্রের খবর, এরপর বিভিন্ন কলেজের পরিচালন সমিতি নিযুক্ত অন্যান্য ক্যাজুয়াল কর্মীদেরও সরকারের অধীনে আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

Related posts

Leave a Comment