College-UniversityEducation Others 

ডিসেম্বরেও কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ডিসেম্বরেও বন্ধ থাকছে কলেজ ও বিশ্ববিদ্যালয়। পাশাপাশি কমছে সিলেবাসও। সূত্রের খবর, পূর্বের অবস্থান থেকে সরে এসে ডিসেম্বরে কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে শিক্ষা দপ্তর। এক্ষেত্রে জানা গিয়েছে, উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর শিক্ষামন্ত্রী এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সূত্রের আরও খবর, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরই।

এ বিষয়ে আরও জানা গিয়েছে, আপাতত ক্লাস ও পরীক্ষা অনলাইনেই হবে। অন্যদিকে উপাচার্যদের আবেদনের ভিত্তিতে কলেজে ভর্তি ও রেজিস্ট্রেশনের সময়সীমাও বাড়াতে চলেছে রাজ্য সরকার। উল্লেখ করা যায়, ইতিপূর্বে শিক্ষামন্ত্রী ডিসেম্বর মাসে কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার পূর্বাভাস দিয়েছিলেন। সরকারিভাবে জানানো হয়, ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এক্ষেত্রে অনেকেই আশা প্রকাশ করেছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে হয়তো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলবে।

এরপর কলেজগুলিও প্রস্তুতি গ্রহণ করতে শুরু করে। রাজ্যে করোনা পরিস্থিতি খতিয়ে দেখার পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা চিন্তা-ভাবনা করছে সরকার। উপাচার্যরাও এ বিষয়ে সহমত পোষণ করেছেন বলে জানা গিয়েছে। অনলাইনে স্নাতক ও স্নাতকোত্তরের ক্লাস চালানোর বিষয়ে শিক্ষামন্ত্রী নির্দেশ দিয়েছেন উপাচার্যদের। এ বিষয়ে আরও খবর, ক্যাম্পাসে এসে পঠন-পাঠনের সুযোগ তৈরি না হলেও ভর্তির সময়সীমা বাড়তে চলেছে।

Related posts

Leave a Comment