সরকারি কর্মীদের ৩ শতাংশ ডিএ : পড়ুয়াদের ট্যাব দেবে রাজ্য
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: জানুয়ারিতেই ৩ শতাংশ ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা,এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। কর্মী সংগঠনের বৈঠকে তাঁর এই ঘোষণা। অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের কাছে মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা খারাপ আছেন, রাজ্য সরকারি কর্মচারীরা যেন তাঁদের পাশে থাকেন।
উল্লেখ করা যায়,২০১৯ সালের ২৬ জুলাই রাজ্য সরকারকে স্যাট নির্দেশ দিয়েছিল, পরবর্তী ৬ মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মীদের সংগঠন স্যাটে আদালত অবমাননার মামলা দায়েরও করে। এরপর রাজ্য আবারও স্যাটে রিভিউ পিটিশন দায়ের করে বলে জানা যায়। এই আইনি আবহের মধ্যেই কর্মীসংগঠনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে।
এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য , “পরিস্থিতি খারাপ, কিন্তু চিঠিতে মন ভিজে গিয়েছে। আমি আবেগপ্রবণ মানুষ, ঋণের বোঝা রয়েছে, তবু এটা আপনাদের দেবো।” কেন্দ্রীয় সরকারি কর্মীরা চরম অনিশ্চয়তায় রয়েছেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের পাশে দাঁড়ানোর অনুরোধও করেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রের বকেয়া নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী । অন্যদিকে অনলাইনেও যাতে পড়ুয়ারা লেখাপড়া চালিয়ে যেতে পারে তার জন্য রাজ্যে সাড়ে ৯ লক্ষ পড়ুয়াকে ট্যাব দেবে রাজ্য সরকার,এমনটা জানানো হয়েছে।

