MeghalayaOthers 

দরজা উন্মুক্ত হচ্ছে মেঘালয়ের পর্যটনস্থলগুলির

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্যবাসীর জন্য পূর্বেই খুলে দেওয়া হয়েছিল পর্যটনের দরজা। এরপর মুখ্যমন্ত্রী কনরাড সাংমা ঘোষণা করেছেন, আগামী ২১ ডিসেম্বর থেকে বাইরের ভ্রমণার্থীদের জন্যও মেঘালয়ের পর্যটনস্থলগুলির দরজা উন্মুক্ত করা হবে। উল্লেখ করা যায়, এর জন্য মেঘালয় পর্যটনের অ্যাপ ডাউনলোড করে আগাম রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এ বিষয়ে আরও জানা গিয়েছে, ই-আমন্ত্রণ পেতে সম্পূর্ণ ভ্রমণসূচি, হোটেল বা অতিথিশালায় আগাম বুকিংয়ের প্রমাণপত্র আপলোড করতে হবে। পাশাপাশি মেনে চলতে হবে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি। সরকারিভাবে জানা গিয়েছে, হেল্পলাইন নম্বরটি হল- ৮১৩২০১১০৩৭। দীর্ঘ ৮ মাসেরও বেশি পর্যটনস্থল বন্ধ থাকায় ব্যাপক ক্ষতি হয়েছে পর্যটন-নির্ভর মেঘালয় রাজ্যে।

Related posts

Leave a Comment